বলিউডের অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে NCB-র হানা। অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিয়ালস ডেমেট্রিয়াডেসকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সূত্রের খবর অনুযায়ী, এই অ্যাগিসিয়ালস নাকি মার্কেটিংয়ের কাজের আড়ালে মাদকপাচার করেন। এমনকি তাঁর সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগাযোগ আছে বলে সূত্রের খবর। এরপরেই অর্জুনের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে গেছে এনসিবি-র টিম। তবে এখনও পর্যন্ত আপত্তিকর কিছু পাওয়া যায়নি৷
প্রায় ৬০ বছর ধরে বলিউডে প্রযোজনার সঙ্গে যুক্ত ফিরোজ নাদিয়াদওয়ালার পরিবার। হিন্দি ছবির দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাঁর ভাই সাজিদও বলিউডের প্রথম সারির প্রযোজকদের মধ্যে এক জন। এইবার এই পরিবার নতুন করে নাম জড়িয়েছে মাদককাণ্ডে। প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে NCB টিম। সূত্রের খবর, যেদিন এনসিবি-র কর্মকর্তারা ফিরোজের বাড়ি তল্লাশি চালায় সেদিন তাঁর স্ত্রী শুধুমাত্র উপস্থিত ছিলেন। স্ত্রী শাবানাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি-র অফিসে নিয়ে যান তদন্তকারীরা। এরপর তাঁর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় শাবানাকে। যেই গাঁজা উদ্ধার করে এনসিবি টিম সেই গাঁজা যিনি জগান দিয়েছেন তাঁর নাম জানতে পারে শাবানার বয়ানের থেকে। তাঁর নাম ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতান নামের এক মাদক ব্যবসায়ী। ওয়াহিদকে ৬ নভেম্বর গ্রেফতার করে এনসিবি।
from বিনোদন – Bharat Barta https://ift.tt/32txxJZ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন