নিশ্চিত আয়! ব্যাংক FD-র থেকেও বেশি রিটার্ন এই পোস্ট অফিস স্কিমে... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৯ নভেম্বর, ২০২০

নিশ্চিত আয়! ব্যাংক FD-র থেকেও বেশি রিটার্ন এই পোস্ট অফিস স্কিমে...

এই সময় ডিজিটাল ডেস্ক: যে কোনও লগ্নির ক্ষেত্রে রিটার্নের পাশাপাশি সুরক্ষার বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আম আদমি। ব্যাংকে করলে কেন্দ্রের নয়া আইন অনুসারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ পাওয়া যায়। অন্যদিকে, পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিমে টাকা রাখা সম্পূর্ণ নিরাপদ। কারণ এই ক্ষেত্রে সরকার গচ্ছিত অর্থের সুরক্ষা সম্পূর্ণ নিশ্চিত করে। ফলে মেয়াদ শেষে সুদ এবং মূল রাশি অনাদায়ী হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই স্কিমে অধিকাংশ ব্যাংক FD-র থেকে বেশি রিটার্ন পাওয়া যায়: বর্তমানে রিজার্ভ ব্যাংকের রেপো রেটের সঙ্গে সঙ্গতি রেখে অধিকাংশ বৃহৎ ব্যাংক FD-তে ক্রমাগত সুদের হার কমিয়ে চলেছে। নিরাপত্তার পাশাপাশি পোস্ট অফিস প্রকল্পে টাকা গচ্ছিত রাখা অনেক ক্ষেত্রে ব্যাংকেরর ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি লাভজনক। তুলনামূলক পরিসংখ্যানেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে এই পোস্ট অফিস স্বল্প সঞ্চয় প্রকল্পে ৫ বছর মেয়াদে বার্ষিক ৬.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সেখানে SBI ওই একই মেয়াদের FD-তে এখন বার্ষিক ৫.৪ হারে সুদ দিচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্প স্কিমের কথা বলা হচ্ছে। এই প্রতিবেদনে MIS সম্পর্কে বিশদ তথ্য আলোচনা করা হল। পোস্ট অফিসে MIS অ্যাকাউন্ট খোলার প্রাথমিক শর্ত কী? ন্যূনতম ১০ বছর বয়স হলেই কোনও ব্যক্তি এককভাবে MIS অ্যাকাউন্ট খুলতে পারেন। এ ছাড়া সর্বোচ্চ ৩ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মিলেও জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া নাবালক বা মানসিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পক্ষে তাঁর অভিভাবক MIS অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। কীভাবে MIS অ্যাকাউন্ট খোলা যায়? নগদ বা চেকের মাধ্যমে MIS অ্যাকাউন্ট খোলা যায়। চেকের ক্ষেত্রে যেদিন ডাক বিভাগ থেকে চেকটি ভাঙানো হবে সেদিক থেকেই অ্যাকাউন্ট ওপেনিংয়ের তারিখ হিসেবে গণ্য করা হয়। যে কোনও পোস্ট অফিসে যতগুলি খুশি MIS অ্যাকাউন্ট খোলা যায়। তবে সবক'টি অ্যাকাউন্ট মিলিয়ে লগ্নির ঊর্ধ্বসীমা ৪ লক্ষ ৫০ হাজার টাকা। ন্যূনতম কতটাকা লগ্নি করতে হবে? পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে (MIS) অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১ হাজার টাকা প্রয়োজন। এর পরে এর ১০০ টাকার গুণিতক হারে কোনও ব্যক্তি টাকা জমা দিতে পারবেন। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৪ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা লগ্নি করা যায়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লগ্নির উপরে প্রত্যেক জয়েন্ট হোল্ডারের সমান অংশিদারিত্ব থাকবে। এছাড়া নাবালকের হয়ে কোনও ব্যক্তি MIS অ্যাকাউন্ট খুললে তাঁর লগ্নির ঊর্ধ্বসীমা পৃথকভাবে বিবেচনা করা হবে। আরও পড়ুন: টাকা ফেরতের পদ্ধতি: মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১ মাস পূর্ণ হওয়ার পর থেকে রাশির উপরে সুদ পাওয়া যাবে। লগ্নির মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত সুদ পাবেন তিনি। যদি কোনও ব্যক্তি প্রতি মাসের সুদের টাকা না নেন তার উপরে অতিরিক্ত কোনও সুদ পাওয়া যাবে না। আর লগ্নিকারী সরকার নির্ধারিত ঊর্ধ্বসীমার বেশি অর্থ লগ্নি করলে অতিরিক্ত অর্থ ফেরত পেয়ে যাবেন। এক্ষেত্রে ওই অর্থের উপরে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট নির্ধারিত হারে সুদ পাবেন তিনি। মেয়াদ পূরণের আগেই টাকা তুলে নেওয়া বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায় কি? মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সুযোগ আছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্ট অফিসে নির্দিষ্ট ফর্ম ও পাশ বুক জমা দিতে হয়। তবে অ্যাকাউন্ট ওপেনিংয়ের তারিখ থেকে ১ বছর পর্যন্ত MIS অ্যাকাউন্ট লক থাকে। সেই সময়ে লগ্নির অর্থ তোলার কোনও সুযোগ পাওয়া যায় না। তার পরে কেউ চাইলে অ্যাকাউন্ট খোলার এক বছর পরে কিন্তু তিন বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাইলে মূল রাশি থেকে ২ শতাংশ টাকা বাদ দিয়ে বাকি অর্থ ফিরিয়ে দেওয়া হয়। আর অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরে কিন্তু ৫ বছরের আগে টাকা তুলে নিতে চাইলে মূল রাশি থেকে ১ শতাংশ বাদ দিয়ে বাকি অর্থ ফেরত দেওয়া হয়। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্য়ু হলে? MIS অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে অ্যাকাইন্ট হোল্ডারের মৃত্যু হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায় এবং পুরো অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির আইনি উত্তরসূরী বা নমিনি ফিরত পান। এক্ষেত্রে যত মাস টাকা জমা ছিল ততমাস পর্যন্ত সুদ পাওয়া যায়। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3n7eAEM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন