
এই সময় ডিজিটাল ডেস্ক: আজ ধনতেরাস। কথিত আছে, এই দিনে কোনও মূল্যবান ধাতু কিনলে ভাগ্য ফিরে যায়। তবে ধনতেরাসে অন্য সমস্ত ধাতুর মধ্যে সবথেকে বেশি চাহিদা থাকে সোনার। আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ঊর্ধ্বমুখী। যার প্রভাবে শুক্রবার সকালে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে () সোনার দাম সামান্য বেড়েছে। যদিও উল্টো ছবি ধরা পড়েছে রুপোর ক্ষেত্রে। সোনার দাম বৃদ্ধির পূর্বাভাস: বিশ্বজুড়ে কোভিড সংক্রমণের ঘটনা বাড়ছে। ফলে আরও প্রবল হচ্ছে স্টিমুলাস প্যাকেজ ঘোষণার সম্ভাবনা। ফলে আগামী দিনে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে ভারতের বাজারে ১০ গ্রাম সোনার দাম বেড়ে ৫১,০০০ টাকার ধারেকাছে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা। আজকের সকালের দর: এদিন সকাল ৯টা ২০ মিনিটে মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস ০.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৫০ হাজার ৬৫০ টাকা। যদিও রুপোর দাম নিম্নমুখী। সকালের বেচাকেনায় ০.২ শতাংশ কমেছে রুপোলি ধাতুর দাম। ফলে প্রতি কিলো রুপো বিক্রি হচ্ছে ৬২ হাজার ৬১৬ টাকা দরে। আরও পড়ুন: আমেরিকায় রেকর্ড সংক্রমণে বাড়ছে উদ্বেগ: মার্কিন মুলুকে দ্বিতীয় ঢেউয়ে কোভিড সংক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সে দেশে আক্রান্তের সংখ্যা নয়া শিখর স্পর্শ করায় আতঙ্ক ছড়িয়েছে লগ্নিকারীদের মধ্যে। ফলশ্রুতিতে লগ্নির নিরাপদ আস্তানা হিসেবে চাহিদা বাড়ছে সোনা ও রুপোর। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে এই দুই ধাতুর দাম উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল। আরও পড়ুন: গতকালের সোনা-রুপোর দর: প্রতি ট্রয় আউন্স সোনার ডিসেম্বর ফিউচার মূল্য বেড়ে দাঁড়িয়েছিল ১,৮৭৩.৩০ মার্কিন ডলার। অন্যদিকে, রুপোর প্রতি ট্রয় আউন্সের ডিসেম্বর ফিউচার মূল্য ২৪.৩০ মার্কিন ডলারে গিয়ে থামে। বিশ্ব বাজারে পাশাপাশি ঘরোয়া বাজারেও গতকাল সোনা ও রুপোর দাম গ্রিন জোনে গিয়ে থেমেছিল। বাজার বন্ধ হওয়ার সময় প্রতি ১০ গ্রাম সোনার ডিসেম্বর ফিউচার মূল্য ছিল ৫০ হাজার ৬০০ টাকা। অন্যদিকে, ৬২ হাজার ৭৩৯ টাকায় গিয়ে থামে প্রতি কিলো রুপোর দাম। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2GWgt7U
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন