নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO)। হায়দরাবাদের ডিফেন্স মেটেরিয়াল রিসার্চ ল্যাবরেটরি-তে (DRML) নিয়োগ দেওয়া হবে। মোট শূন্য পদ ২১টি। বিভিন্ন বিষয়ে মোট ১৮ জন জুনিয়র রিসার্চ ফেলো এবং তিন জন রিসার্চ অ্যাসোসিয়েটস নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের প্রামাণ্য সমস্ত নথি-সহ নির্দিষ্ট ই-মেইল আইডিতে পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ হল ২ জানুয়ারি, ২০২১।
শূন্যপদ: মোট শূন্য পদ ২১টি। এর মধ্যে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে ১৮টি এবং রিসার্চ অ্যাসোসিয়েটস (RA) পদে শূন্য আসন ৩টি।
জুনিয়র রিসার্চ ফেলো (JRF): ১৮টি
• বিষয় Metallurgy/Material Science- ১৩টি
• বিষয় Physics- ১টি
• বিষয় Chemistry- ১টি
• বিষয় Mechanical-৩টি
রিসার্চ অ্যাসোসিয়েটস(RA): ৩টি
• বিষয় Metallurgy/Material Science: ১টি
• বিষয় Physics: ১টি
• বিষয় Chemistry: ১টি
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
• JRF (Metallurgy/Material Science): প্রথম ডিভিশন-সহ সংশ্লিষ্ট বিষয়ে BE/B.Tech ডিগ্রি।
• JRF (ফিজিক্স)- প্রথম ডিভিশন-সহ ফিজিক্সে M.Sc ডিগ্রি।
• JRF(কেমিস্ট্রি)- প্রথম ডিভিশন-সহ কেমিস্ট্রিতে M.Sc ডিগ্রি।
• JRF( Mechanical)- প্রথম ডিভিশন-সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে BE/B.Tech ডিগ্রি
• RA(Metallurgy/Material Science)- সংশ্লিষ্ট বিষয়ে প্রথম ডিভিশনে ME/M.Tech ডিগ্রি-সহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা Ph.D ডিগ্রি।
• RA(ফিজিক্স )- সংশ্লিষ্ট বিষয়ে প্রথম ডিভিশনে M.Sc ডিগ্রি-সহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা Ph.D ডিগ্রি।
• RA(কেমিস্ট্রি)- সংশ্লিষ্ট বিষয়ে প্রথম ডিভিশনে M.Sc ডিগ্রি-সহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা Ph.D ডিগ্রি।
বয়সসীমা: অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে JRF এবং RA পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা যথাক্রমে ২৮ এবং ৩৫ বছর। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট বয়ানে প্রয়োজনীয় নথি-সহ আগামী ২ জানুয়ারি ২০২১-এর মধ্যে নির্দিষ্ট মেইল আইডিতে আবেদনপত্র পাঠাবেন। ই-মেইল আইডিটি হল admin@dmrl.drdo.in
নিয়োগ প্রক্রিয়া: পদ্ধতি (ওয়েব বেসড / ইন-পারসন), প্রার্থীদের বাছাইয়ের জন্য ইন্টারভিউয়ের সময় এবং তথ্য ই-মেইল এবং এসএমএসের মাধ্যমে যথাযথভাবে অবহিত করা হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুণ।
The post ভারতের প্রতিরক্ষা বিভাগে চাকরি, DRDO-তে শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/35TDOzE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন