ব্যাঙ্কে কয়েক হাজার চাকরি, দ্রুত আবেদন করুন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২ নভেম্বর, ২০২০

ব্যাঙ্কে কয়েক হাজার চাকরি, দ্রুত আবেদন করুন

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (IBPS) প্রবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-ibps.in সার্চ করে অনলাইনে আবেদন করতে পারবেন। মোট ১,৫৫৭টি ভ্যাকেন্সি বা শূন্যপদে নিয়োগ করা হবে। চাকরির যোগ্যতা মানদণ্ড, নির্বাচন পদ্ধতি, কিভাবে আবেদন করতে হবে এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্পর্কে আরো বিশদ নীচে দেওয়া হয়েছে-

বয়স সীমা: আবেদনকারীকে অবশ্যই ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এসসি/এসটি/ Ex-Servicemen প্রার্থীরা বয়সের উচ্চ সীমায় ৫ বছরের ছাড় পাবেন এবং ওবিসি ৩ বছর ও PDW প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

1. যেকোনও অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা সমতুল যোগ্যতা থাকতে হবে।
2. কম্পিউটার শিক্ষা – কম্পিউটার অপারেশন ও ল্যাঙ্গুয়েজে প্রার্থীর জ্ঞান থাকা আবশ্যিক। এই নিয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা কিংবা ডিগ্রি থাকতে হবে৷ হাইস্কুল, কলেজ কিংবা ইনস্টিটিউটে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বিষয় ছিল, এমন প্রার্থী শুধু আবেদন করতে পারবেন৷
3. যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে চাকরির জন্য প্রা2র্থী অগ্রাধিকার দেবেন, সেখানকার মাতৃভাষা লিখতে-পড়তে এবং বলতে পারতে হবে ৷

নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের বাছাই প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং একটি সাক্ষাৎকারের ভিত্তিতে করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় কম্পিউটার সময় ভিত্তিক পরীক্ষাটি হবে। ৬০ মিনিটের সময়কালে সম্পন্ন করা ১০০ টি প্রশ্নের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ডিসেম্বরের 5, 12 এবং 13 তারিখে ৷ আর মেইন পরীক্ষা হবে 24 জানুয়ারি৷

আবেদন ফি এবং পেমেন্ট মোড: সাধারণ ও ওবিসি জন্য ৮৫০ টাকা এবং এসসি / এসটি / পিডব্লিউডি প্রার্থীদের জন্য ১৭৫ টাকা। ভিসা / ক্রেডিট কার্ড / মাস্টার / ডেবিট কার্ড / নেট ব্যাংকিং দিয়ে অর্থ প্রদান করুন।

রাজ্যওয়াড়ি শূন্যপদ:

1. অন্ধ্রপ্রদেশ-10
2. অরুণাচল প্রদেশ-01
3. অসম-16
4. বিহার-76
5. চণ্ডীগড়-06
6. ছত্তিশগড়-07
7. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-04
8. দিল্লি-67
9. গোয়া-17
10. গুজরাত-119
11. হরিয়ানা- 35
12. হিমাচলপ্রদেশ-40
13. জম্মু ও কাশ্মীর-05
14. ঝাড়খণ্ড-55
15. কর্নাটক-29
16. কেরালা- 32
17. লাক্ষাদ্বীপ-02
18. মধ্যপ্রদেশ-75
19. মহারাষ্ট্র-334
20. মণিপুর- 02
21. মেঘালয়- 01
22. মিজ়োরাম- 01
23. নাগাল্যান্ড-05
24. ওড়িশা- 43
25. পুদুচেরি- 03
26. পঞ্জাব- 136
27. রাজস্থান- 48
28. সিকিম- 01
29. তামিলনাড়ু- 77
30. তেলাঙ্গানা-20
31. ত্রিপুরা- 11
32. উত্তরপ্রদেশ- 136
33. উত্তরাখণ্ড- 18
34. পশ্চিমবঙ্গ-125

আবেদন করার শেষ তারিখ: প্রথমে 2 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছিল। সেটা বাড়ানো হয়েছে। আবার আবেদন নেওয়া শুরু 23 অক্টোবর থেকে এবং অনলাইনে 6 নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে৷

The post ব্যাঙ্কে কয়েক হাজার চাকরি, দ্রুত আবেদন করুন appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2GjluXP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন