নিউজ ডেস্ক: বিহারে শেষ পর্যন্ত ক্ষমতা দখল করল এনডিএ। প্রবল লড়েও হেরে গেল মহাজোট! তবে এবার বিহারে সবচেয়ে চমকপ্রদ ফল করে দেখল বামদলগুলো। যে বামেদের বিহারে দূরবীন দিয়ে খুঁজতে হত, সেই তাঁরাই যেন ফিনিক্স পাখির মত উঠে এল। বিহারে মোট ১৬টি আসনে জয়ী হল বামেরা। এর মধ্যে সিপিআই(এম-এল) ১২, সিপিআইএম ২ এবং সিপিআই ২ টি আসনে জয়লাভ করেছে। গতবার বামেদের ঘরে ছিল মাত্র ৩টি আসন। আরও বেশ কয়েকটি আসনে শেষ মুহূর্তে হেরেছে। নস ফল আরও একটু ভালো হতো।
২৪৩ আসনের বিহারে মহাজোটে ২৯ টি আসন দেওয়া হয়েছিল সিপিআইএমএল লিবারেশন, সিপিআই ও সিপিএমকে। বামদলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিআইএমএল লিবারেশন।
সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মতে, এবার বিহারের ভোট একটা আন্দোলনের চেহারা নিয়েছে। আর বামপন্থীদের তো আন্দোলনই ঘরবাড়ি। তাই এটা প্রত্যাশিত ছিল। বামেদের দুর্দান্ত পারফর্মেন্সের ঝলক দেখার পর বিহারের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কংগ্রেসকে ৭০ টি সিট না দিয়ে বামেদের অতিরিক্ত কিছু আসন দিলে ফল অন্যরকম হত।
বিহারের ফল দেখে উজ্জীবিত দীপঙ্কর ভট্টাচার্য বাংলার ভোটেও সমস্ত বামদলকে এক ছাতার তলায় আসার ডাক দিয়েছেন। তিনি বলেন দেশের আসল শত্রু হল বিজেপি। তাই আক্রমণের অভিমুখ অবশই বিজেপি কেন্দ্রীক হতে হবে। কিন্তু বাংলার কিছু বামদল মনে করে তৃণমূল ও বিজেপি দুজনেই সমান শত্রু। এর ফলেবিজেপি ফ্রি হ্যান্ড পেয়ে যায়। দীপঙ্কর ভট্টাচার্য বলেন, বিহারের ফলের পর আশা করি বাংলার বামদলগুলো এটা নিয়ে নতুন করে ভাববে। তিনি স্পষ্ট বলেন, এই মুহূর্তে বিজেপিকে হারাতে কংগ্রেস-তৃণমূলে বাছাই করার পরিস্থিতি নেই।
NDA
BJP 74
JD(U) 43
HAM 04
VIP 04
Mahagathbandhan
RJD 75
Congress 19
CPI(ML) 12
CPI 02
CPI(M) 02
Others
AIMIM 05
BSP 01
LJP 01
Independent 01
এর আগে ১৯৯৫ সালের বিধানসভা ভোটে তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের জনতা দলের সঙ্গে জোট বেঁধে অবিভক্ত বিহারের ৩২৪টি বিধানসভা আসনের মধ্যে সিপিআই ২৬ এবং সিপিএম ৬টি কেন্দ্রে জিতেছিল। আলাদা লড়ে সিপিআই (এমএল) জিতেছিল ৬টিতে। এতদিন পর্যন্ত সেটাই বিহারে বামেদের সবচেয়ে ভাল ফলের নজির। তার পর থেকে সেখানে ধারাবাহিক ভাবে সিপিআই এবং সিপিএমের আসন কমেছে। সিপিআই বিহারে শেষ বার ২০১০ সালে ১টি আসনে জিতেছিল। আর সিপিএম ২০০৫-এর দু’টি বিধানসভা (ফেব্রুয়ারি এবং অক্টোবরে) ভোটে ১টি করে আসনে জেতার পরে বিহারে আর খাতাই খুলতে পারেনি। দীর্ঘ ২৫বছর পর আবারও যেন ঘুরে দাঁড়াচ্ছে বামেরা।
The post বিহারে খুব ভালো ফল উজ্জীবিত বামেরা, লক্ষ্য এবার বাংলা appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2Iy8Yok
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন