টানটান টেনশন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহারে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখল এনডিএ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

টানটান টেনশন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহারে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখল এনডিএ

নিউজ ডেস্ক: বিহারে শেষ পর্যন্ত জিতল এনডিএ। প্রবল উত্তেজনা, টানটান টেনশন, হাড্ডাহাড্ডি লড়াই—সাম্প্রতিককালে দেশের কোনও নির্বাচনেই দেখা গিয়েছে বলে মনে করা যাচ্ছে না। যেখানে একমাস আগেও ধরে নেওয়া হয়েছিল বিজেপি জোট এবার অনায়াসে ক্ষমতা দখল করবে বিজেপি। সেখানে তরুণ তুর্কি নেতা তেজস্বী যাদবের তেজে ক্ষমতা প্রায় ওল্টাতে চলেছিল। লালুপ্রসাদ যাদবের উত্তরসূরি হিসেবে উঠে এসেছেন তাঁরই পুত্র তেজস্বী। শেষ পর্যন্ত বিহারে এনডিএ জোট ১২৫টি আসন জয় করেছে। তেজস্বী যাদবের মহাজোট জয়ী হয়েছে ১১০টি আসনে। অন্যরা ৮টি আসন দখল করেছে।

NDA
BJP 74
JD(U) 43
HAM 04
VIP 04

Mahagathbandhan
RJD 75
Congress 19
CPI(ML) 12
CPI 02
CPI(M) 02

Others
AIMIM 05
BSP 01
LJP 01
Independent 01

এদিন গভীর রাত পর্যন্ত টানাটানি চলে গরিষ্ঠতার ম্যাজিক নম্বর ১২২ স্পর্শ করার ক্ষেত্রে। বিহারে সরকার বাঁচানোর লড়াইয়ে সবথেকে বড় ধাক্কা খেয়েছেন নীতীশ কুমার। তাঁর দলের প্রাপ্ত আসন অনেকটাই কমে গেছে। তবে বিহারে একক বৃহত্তম দল হয়ে তেজস্বী যাদবের আরজেডি টেক্কা দিয়েছে বিজেপিকে। জোটসঙ্গী কংগ্রেসের খারাপ পারফরম্যান্স অনেকটাই খারাপ হয়েছে। বেশি আসন না জিততে পারলেও বিহারে ফ্যাক্টর হয়ে উঠেছে দু’টি ছোট দল। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৬ শতাংশ ভোট পেয়ে এনডিএ-কে বহু আসনে হারিয়ে দিয়েছে। অন্যদিকে, হায়দরাবাদের নেতা আসাউদ্দিন ওয়াইসির দল মুসলিম প্রধান সীমাঞ্চলে মহাজোটের ভোটব্যাঙ্ক হাতিয়ে একঝাঁক কেন্দ্রে তেজস্বীর যাত্রাভঙ্গ করেছেন।

The post টানটান টেনশন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহারে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখল এনডিএ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2Uh9WaP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন