মার্কিন ভোটের প্রভাবে বুধবার ভারতে কমল সোনা-রুপোর দাম, জানুন... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

মার্কিন ভোটের প্রভাবে বুধবার ভারতে কমল সোনা-রুপোর দাম, জানুন...

এই সময় ডিজিটাল ডেস্ক: নজরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রাথমিক ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। আগামী চার বছরের জন্য ট্রাম্পই হোয়াইট হাউজে থাকবেন নাকি জো বাইডেন হতে চলেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট, আর কয়েক ঘণ্টার মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। এদিকে, সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন লগ্নিকারীরা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে নিস্তরঙ্গ সোনা ও রুপোর দাম। তবে শক্তি সঞ্চয় করেছে মার্কিন ডলার। যার প্রভাবে বুধবার প্রারম্ভিক বেচাকেনায় ভারতের বাজারে সোনার দাম নিম্নমুখী। ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে () এদিন সকাল ৯টা ২০ মিনিটে সোনার ফিউচার মূল্য ০.৩৮ শতাংশ হ্রাস পেয়েছিল। ফলে তখন প্রতি ১০ গ্রাম সোনার দর কমে দাঁড়িয়েছিল ৫১ হাজার ৪০২ টাকা। অন্যদিকে, দাম কমেছে রুপোরও। বেচাকেনার শুরুর দিকে রুপোলি ধাতুর প্রতি ১ কিলোগ্রামের দাম ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬১ হাজার ৯২০ টাকা। গতকাল বাজার বন্ধ হওয়ার সময় গ্রিন জোনে ছিল সোনা ও রুপো। ১০ গ্রাম সোনার ডিসেম্বর ফিউচার মূল্য ৫১ হাজার টাকার উপরে ছিল। অন্যদিকে, ১ শতাংশেরও বেশি বেড়ে প্রতি কিলোগ্রাম রুপোর দাম গিয়ে থামে ৬২ হাজার ৬৮৫ টাকা। আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারেও এদিন সোনা ও রুপোর দর নিম্নমুখী। গতকালের পরে এদিন শুরুর দিকে সোনালি ধাতুর দাম ১ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৯০১.৭২ মার্কিন ডলার। অন্যদিকে, গতকাল এক সপ্তাহের মধ্যে তলানিতে চলে গিয়েছিল মার্কিন ডলার। এদিন শক্তি সঞ্চয় করে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে মার্কিন মুদ্রা। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা ঘিরে অনিশ্চয়তা না কাটা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দামে এদিন অস্থিরতা দেখা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে স্টিমুলাস প্যাকেজের প্রত্যাশা রক্ষাকবচ হয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে সোনার দরে বড় কোনও পতনের সম্ভাবনা খুব কম বলে তাঁদের অনুমান। আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে জনগণের ভোট (পপুলার ভোট হিসেবে পরিচিত) বেশি পাওয়ার দরকার হয় না। প্রার্থীরা ইলেক্টোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকেই তাকিয়ে থাকেন। গতবার নির্বাচনে সাধারণ জনগণের ভোট কম পেয়েও ডোনাল্ড ট্রাম্প ইলেক্টোরাল কলেজের ভোটে হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3oWsdbx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন