মেয়েকে কোলে নিয়ে স্বামীর সাথে আবেগে ভাসলেন ‘জড়োয়া-ঝুমকো’র অভিনেত্রী অঙ্কিতা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

মেয়েকে কোলে নিয়ে স্বামীর সাথে আবেগে ভাসলেন ‘জড়োয়া-ঝুমকো’র অভিনেত্রী অঙ্কিতা

যারা বাংলা সিরিয়াল দেখার পোকা তাঁরা জড়োয়া-ঝুমকো’র অভিনেত্রী অঙ্কিতাকে নিশ্চয় চেনেন। ২০২০ তেই মা হয়েছেন এই টেলি অভিনেত্রী। ইউভানের জন্মের কয়েকদিন আগেই অঙ্কিতার ঘরে ফুটফুটে কন্যা সন্তান আসে।

অঙ্কিতা আদর করে মেয়েকে ডাকেন কখনো রসগোল্লা বলে কখনো ইভা। এইবছর দীপাবলিতে মেয়েকে সঙ্গে নিয়ে মা কালীর সামনে দাড়িয়ে সকলকে শুভেচ্ছা জানালেন। মেয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। শুধু মেয়ে তা নয়, স্বামী সোহাগেও ভাসলেন এই টেলি অভিনেত্রী। ২ বছর হল তাঁর এনগেজমেন্টের৷

দু’বছর আগে সৌমিত্রের সঙ্গে এই দিনেই বিয়ের সিদ্ধান্ত নেন অঙ্কিতা। তাই স্বামীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘জড়োয়ার-ঝুমকো’-খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল লেখেন যে, পুরনো দিন ফিরে এলে, তিনি এই একই সিদ্ধান্ত নেবেন৷ সৌমিত্র ছাড়া তাঁর জীবন যে অপূর্ণ!

অঙ্কিতার বরের সঙ্গে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও সম্পর্কই নেই। সৌমিত্র পাল একজন বাঙালি উদ্যোগপতি। একটি ম্যাট্রিমনিয়্যাল সাইটের মাধ্যমে আলাপ হয় অঙ্কিতা-সৌমিত্রর। তার পর বন্ধুত্ব। তারপর বিয়ে। এই বিয়ের দিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে সেজেছিলেন অঙ্কিতা। এরপর বিয়ের ঠিক এক বছরের মধ্যেই কনসিভ করেন অঙ্কিতা। ঘরে আসে ফুটফুটে কন্যা সন্তান।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3pzOzjq

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন