রাজ্যে এলেন অমিত শাহ, আজ যাবেন বাঁকুড়ায় আদিবাসীদের বাড়ি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

রাজ্যে এলেন অমিত শাহ, আজ যাবেন বাঁকুড়ায় আদিবাসীদের বাড়ি

দুদিনের ঝটিকা সফরের জন্য কলকাতায় এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ভোর রাতে তিনি এসে পৌঁছেছেন কলকাতায়। এরপর নিউটাউনের একটি হোটেলে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে তিনি যাবেন বাঁকুড়া। সেখানে গিয়ে তার ঢালাও কর্মসূচি।

বাঁকুড়ার সাংগঠনিক এবং সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে বৈঠক করার কথা তার। এরপর আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ করতে যাবেন তিনি। আজকের কর্মসূচি শেষ করার পর আগামী কাল যাবেন মতুয়াদের বাড়িতে। তবে তার আগে আগামীকাল তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের পুজো দিতে যাবেন। অমিত শাহের আগামীকালের কর্মসূচি ও বেশ বড়। সামাজিক বৈঠক এবং সামাজিক সম্মেলন রয়েছে তালিকাতে। এছাড়াও আগামীকাল রাজারহাটের গৌরাঙ্গ নগরে একটি মতুয়া উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারতে যাবেন অমিত শাহ।

তবে তার মধ্যেই বঙ্গ বিজেপি তে তৈরি হয়েছে দলীয় গোষ্ঠী কোন্দল। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় কি সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ চক্রবর্তী কে। আর সেই নিয়েই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিবির বেশ অসন্তুষ্ট। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের শিবিরের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই কারণেও, দুই শিবিরের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

রাজ্য বিজেপি আশা করছে যেনো অমিত শাহের কর্মসূচির সময় সংগঠনের ভিতরের এই সমস্যা না প্রকাশ পায়। প্রসঙ্গত, আজ ভোর রাতে কলকাতা এয়ারপোর্টে অমিত শাহ আসার পরে তাঁর সঙ্গে দেখা করতে যান জেল হেফাজতে মৃত পটাশপুরের বিজেপি সমর্থক এবং কর্মী মদন ঘড়ুই এর স্ত্রী, দাদা এবং পরিবারের আরো ২ জন। তাদের সঙ্গে দেখা করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করেন,” পশ্চিমবঙ্গে হিংসা এবং অবিচারের বিরুদ্ধে লড়তে যে কর্মীর আত্মহত্যা করেছেন বিজেপি তাদের কাছে চির ঋণী থাকবে। আমি এই কর্মীর পরিবারের কাছে নতশির।”



from পলিটিক্স – Bharat Barta https://ift.tt/350CYSx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন