হোম মিনিস্টার হোম ওয়ার্ক করে আসেননি, আবার আসবে মমতা সরকার- সুখেন্দুশেখর রায়  - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৭ নভেম্বর, ২০২০

হোম মিনিস্টার হোম ওয়ার্ক করে আসেননি, আবার আসবে মমতা সরকার- সুখেন্দুশেখর রায় 

সম্প্রতি নিমন্ত্রণ রক্ষার্থে বাংলায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক লক্ষ্যে তিনি বঙ্গে এসে মিথ্যে প্রচার করেছেন বলে অভিযোগ করল তৃণমূল। অমিত শাহ এর তোলা সমস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক অভিযোগ এড়িয়ে গিয়ে এইদিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন,”শুধু মিথ্যেই তো বলে গেলেন তিনি। গটা বঙ্গবাসী তা বুঝেছে। দেশের হোম মিনিস্টার তো একটুও হোম ওয়ার্ক করে আসেননি।” আগের দিন সভায় বিজেপিতে যোগদিতে চান এমন ব্যক্তিদের সংখ্যা অনেক দীর্ঘ বলে দাবি করেন শাহ। সেই দাবিকে কটাক্ষ করে তোপ ছুঁড়তে দেখা গেল তৃণমূল মুখপাত্রকে। তিনি বলেন,”তালিকা হাতে পেতে পেতেই তারা দেখতে পাবেন আবার ক্ষমতায় এসেছে মমতা সরকার।”

 

দুইদিনের দলীয় কর্মসূচী সেরে কাল শুক্রবার সাংবাদিক দের সামনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাজ্য সরকার এবং শাসক দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতে দেখা যায় তাকে। আজ সেই ঝড়ের পালটা জবাব দেয় তৃণমূল। তাঁদের অভিযোগ, বারবার মুখ্যমন্ত্রীকে তীরের সামনে রেখে ভিত্তিহীন অভিযোগ তোলেন অমিত শাহ। এই দিন শাহ পুত্রের প্রসঙ্গ ও তুলতে দেখা যায় সুখেন্দুবাবুকে। তিনি বলেন,”কোনও তথ্য প্রমাণ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেন কেন? আমরা সেটা জানতে চাই। হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব কি করে হলেন জয় শাহ? কী জাদুমন্ত্র ছিল তার কাছে?”

 

সুখেন্দুবাবু এইদিন আরও বলেন,” হাথরসের ঘটনা সারা দেশ দেখেছে। আর অন্যদিকে সেই সব চাপা দিতে আদিবাসী পরিবারে অন্ন গ্রহণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে জনসভায় সবার সামনে দাঁড়িয়ে আন্দোলনে গুলি করেন কেন্দ্রীয় এক মন্ত্রী। সেটা বোধ হয় শাহ শুনতে পাননি।”

 

কাল দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সেখানেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন তিনি। সেই বিষয়ে আজ সুখেন্দু বাবু বলেন,”রামকৃষ্ণদেবের মাটিতে দাঁড়িয়ে তিনি একথা কি করে বললেন? আমরা অবাক এসব দেখে। ঠাকুর নিজে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন। তাঁকে কি মনে করবে এরা?”



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3p5gkjQ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন