
ওয়াশিংটন: মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেও এখনও পর্যন্ত ভোট গণনা সম্পন্ন হয়নি। তাই ডোনাল্ড ট্রাম্প প্রত্যাবর্তন করতে চলেছেন, নাকি পরিবর্তন তা এখনও জানা সম্ভব হয়নি। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হতে চলেছেন, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। ভোট গণনা চলছে। তার মধ্যেই ভোট কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প। আত্মবিশ্বাসী এমনটা প্রমাণ করেছেন বাইডেন। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনাকে ঘিরে উত্তেজনা রয়েছে, এমনটা কিন্তু বলাই যায়। শেষ খবর যা, তাতে বলাই যায় যে আমেরিকার পাশাটা হয়তো এবার উল্টোতে চলেছে। গদি পাল্টাচ্ছে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন। এখনও ভোট গণনা অন্তত তাই বলছে। আর জয় এক প্রকার নিশ্চিত হতেই দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। দেশের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করবেন, এমনটাই আশ্বাস দিলেন বাইডেন।
তিনি জিতবেন এমন আত্মবিশ্বাস নিয়ে আমেরিকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা জিততে চলেছি। নেভাদাতে আমরা লিড করছি। পেনসিলভেনিয়াতে সামান্য পিছিয়ে আছি। বিগত ২৪ বছরে প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আমি অ্যারিজোনা জিতে নিয়েছি। মাত্র কয়েক বছর আগে যে নীল দেওয়াল ভেঙে পড়েছিল। আমরা তা আবার গড়ে তুলতে সক্ষম হয়েছি। পেনসিলভেনিয়া, মিশিগান উইসকনসিন- আমেরিকার হৃদয়। আজ পর্যন্ত জীবনে সবার্ধিক ভোট পেয়েছি আমি। ৭৫ মিলিয়ন ভোট পেয়েছি এখনও পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানাতে চাই। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। অতিমারী করোনা, জলবায়ুর পরিবর্তন, বর্ণবিদ্বেষ প্রভৃতির বিরুদ্ধে কাজ করার জন্য জনতা এই রায় দিয়েছে। আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি মাত্র। তবে আমরা বসে নেই। ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি।’
এর পাশাপাশি বাইডেন এটাও বলেন যে দেশের অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করে তোলা যায়, তার পরিকল্পনাও ডেমোক্র্যাট দল করবে। তবে চূড়ান্ত ফলের জন্য তিনি অপেক্ষা করতে চান এবং এখনই অধৈর্য হয়ে উল্লাস করতে চান না। সব মিলিয়ে জয়ের দোরগোড়ায় বাইডেন দাঁড়িয়ে রয়েছে, এমনটা কিন্তু বলাই যায়।
from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/3eBEAFo
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন