‘ফ্যাসিস্ট তৃণমূল সরকার’ বক্তব্য সূর্যের, ‘আগে আয়নায় দেখুন’ পাল্টা জবাব দিলেন নুসরত  - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

‘ফ্যাসিস্ট তৃণমূল সরকার’ বক্তব্য সূর্যের, ‘আগে আয়নায় দেখুন’ পাল্টা জবাব দিলেন নুসরত 

বিজেপি সাংসদ তেজস্বী সাংসদকে পাল্টা জবাব দিতে দেখা গেল অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরত জাহান কে। সোমবার মমতা ব্যানার্জির তৃণমূল সরকারকে ফ্যাসিস্ট বলে কটাক্ষ করতে দেখা যায় বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে। এরই পাল্টা জবাব দেন অভিনেত্রী।

 

এইদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ তেজস্বীবাবু বলেন,” আগামী নির্বাচনে পতন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছাচারী ফ্যাসিস্ট সরকারের। পতন করবো আমরা। আমি সেই সমস্ত বিবেকবান মানুষের কাছে আবেদন করছি, পশ্চিমবঙ্গে যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আইনের শাসনের পক্ষ নিন। ” এইদিন তিনি জানান যে তিনি ইতিমধ্যেই বিজেপি কর্মসূচিতে হিংসার ঘটনায় শীর্ষ কর্তাদের বিরুদ্ধে লোকসভার স্পীকারের কাছে প্রিভিলেজ নোটিস দিয়েছেন। অন্যদিকে এইদিন তিনি মমতা সরকারকে উত্তর কোরিয়ার স্বেচ্ছাচারী সরকারের সাথে তুলনা ও করেন তিনি।

 

বিজেপি সাংসদের এইসব বক্তব্যের ই পাল্টা জবাব দেন অভিনেত্রী নুসরত জাহান। তিনি ট্যুইটারে লেখেন,” হাস্যকর বক্তব্য না পেশ করে আয়নায় দেখুন। দেখতে পাবেন কারা ফ্যাসিস্ট। সেটা আপনারা। আপনার মতো নেতারাই ২০১৪ সাল থেকে আমাদের দেশকে ধ্বংস করছেন।”

 

ইতিমধ্যেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কিছুদিন আগেই বঙ্গ ভ্রমণে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ২০০ এর ও বেশি আসন নিয়ে জেতার কথা বলে গিয়েছেন। তবে এই দাবিতে একেবারেই গুরুত্ব দেয়নি তৃণমূল।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/32vxvkL

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন