মুহুর্তের মধ্যে রাজস্থানের আবহাওয়ার ভোলবদল, শিলাবৃষ্টিতে সাদা হয়ে গেল গোটা রাস্তা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

মুহুর্তের মধ্যে রাজস্থানের আবহাওয়ার ভোলবদল, শিলাবৃষ্টিতে সাদা হয়ে গেল গোটা রাস্তা

জয়পুর: হেমন্তের হিমেল হাওয়ায় শীতের আমেজ লাগছিল। ভোরের দিকে শীতের পরশ পাচ্ছিল রাজ্য তথা গোটা দেশ। বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই দুর্গোৎসব কেটে যেতেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে গোটা দেশ জুড়ে। কলকাতায় কুড়ির নিচে নেমে যায় তাপমাত্রা। কিন্তু গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একই ধরণের আবহাওয়া চলছে৷ ভোরবেলা থেকে হালকা শীতের আমেজ আর তারপর দিনের বেলা আস্তে আস্তে ঠান্ডা কমে তাপমাত্রা বাড়তে বাড়তে তিরিশের কোঠা পার করছে ৷

কিন্তু ভাইফোঁটার ঠিক আগেই হঠাৎ নিম্নচাপের ভ্রূকুটি চোখ রাঙাচ্ছে কি৷ কারণ, শনিবারের নিম্নচাপ অক্ষরেখা এদিন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। সমুদ্রপৃষ্ঠ থেকে তা ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ইতিমধ্যেই আন্দামানে হালকা বৃষ্টি হচ্ছে৷ তবে দেশের বাকি পূর্ব উপকূলভূমির জায়গায় তেমন বৃষ্টি হয়নি।

এদিকে রাজস্থানে ঘণ্টা কয়েকের মধ্যে জয়পুরের আবহাওয়ায় বড় বদল ঘটে যায়৷ দীপাবলির রাতেও হঠাৎই তীব্র বৃষ্টিতে ভেসে যায়৷ এরপর রবিবারও বিকেল বেলায় হঠাৎ প্রবল বৃষ্টিতে ভেসে যায় রাজস্থান৷ শুধু তাই নয়, এরপর যেটা ঘটেছে সেটা একেবারে অবিশ্বাস্য জয়পুরবাসীর কাছে। মুহুর্তের মধ্যে শিলাবৃষ্টিতে বরফে সাদা হয়ে যায় গোটা জয়পুরের রাস্তা৷ স্থানীয় মানুষরা সেই ছবি ক্যামেরাবন্দি করে রাখেন৷



from দেশ – Bharat Barta https://ift.tt/3lxN57b

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন