দারুন ভাবে ফিরলেন ট্রাম্প, জো বইডেন-২২৩, ট্রাম্প-২১২ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

দারুন ভাবে ফিরলেন ট্রাম্প, জো বইডেন-২২৩, ট্রাম্প-২১২

নিউজ ডেস্ক:  পিছিয়ে পড়েও আবার লড়াইয়ে আসলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মধ্যাঞ্চলে একের পর এক রাজ্য জয় করে জো বিডেনকে জোর টক্কর দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ৪৯.৮% ভোট পেয়ে ২২৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বিডেন। অন্যদিকে ৪৮.৬% ভোট পেয়ে ২১২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রার্থীকে হোয়াইট হাউজের মসনদে বসতে হলে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি আসন জিততেই হবে।

মার্কিন মুলকে চলছে ভোট গণনা। একবারে জোর টক্কর। কার দখলে যাবে হোয়াইট হাউজ? কে বসবেন মসনদে? ডোনাল্ড ট্রাম্প না জো বিডেন৷ একদিকে আরও একবার গদি দখলের লড়াইয়ে নেমেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প৷ অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন৷ শেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে

এখনও পর্যন্ত ৪৯.৯% ভোট পেয়ে ২০৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন জো বিডেন। অন্যদিকে ৪৮.৬% ভোট পেয়ে ১১৮টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে অনেকটাই এগিয়ে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন।

> Arizona: Joe Biden
> Georgia: Donald Trump
> Florida: Donald Trump
> Iowa: Joe Biden
> Michigan: Donald Trump
> Minnesota: Joe Biden
> Nevada: Details awaited
> New Hampshire: Joe Biden
> North Carolina: Donald Trump
> Ohio: Donald Trump
> Pennsylvania: Donald Trump
> Wisconsin: Donald Trump
> Texas: Donald Trump

আমেরিকাতে বেশি ভোট পাওয়া মানেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়। তাকে আসলে বেশি রাজ্যের ভোট পেতে হয়। জনসংখ্যার বিচারে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ইলেকটোরাল ভোট পান ওই রাজ্যের বিজয়ী প্রার্থী। কোনো প্রার্থীকে হোয়াইট হাউজের মসনদে বসতে হলে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি আসন জিততেই হবে।

The post দারুন ভাবে ফিরলেন ট্রাম্প, জো বইডেন-২২৩, ট্রাম্প-২১২ appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3jV8yW1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন