চেতনা স্তর নেমে দাঁড়িয়েছে পাঁচে‌, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

চেতনা স্তর নেমে দাঁড়িয়েছে পাঁচে‌, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়

চেতনা স্তর নেমে দাঁড়িয়েছে পাঁচে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা, ঈশ্বরের উপর ভরসা রেখেছেন তারা। যদি কোন মিরাকেল ঘটে, তবে সৌমিত্র চট্টোপাধ্যায় আবার সাড়া দেবেন। বর্তমানে তার মস্তিষ্ক প্রায় অচল কিন্তু ব্রেন ডেথ কিনা এই বিষয়ে এখনও সরাসরিভাবে মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম, তাকে সম্পূর্ণরূপে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। ডায়ালেসিস একেবারেই কাজ করছে না সৌমিত্রের পরিবারের লোকেরা ইতিমধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় তার শরীরের দ্রুত অবনতি ঘটেছে। শুক্রবার বিকেল থেকেই তার হৃদস্পন্দন আচমকা অনিয়মিত হয়ে যায়। এমনকি বারবার রক্ত দেওয়ার জেরে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি প্রতিক্রিয়ায় জ্বর আসছে তাঁর। ফেলুদার শরীরের এমন অবনতির জন্য তাঁর পরিবারের লোকেদের গতকালই ডেকে পাঠানো হয়েছে, আজ ভোর পাঁচটায় হাসপাতলে উপস্থিত হয়েছেন মেয়ে পৌলোমী বোস, তিনি সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘বাবা ভালো নেই’।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/32LKFKA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন