তিন রাজ্যের উপনির্বাচনের সমীক্ষা বলছে এগিয়ে রয়েছে বিজেপি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৯ নভেম্বর, ২০২০

তিন রাজ্যের উপনির্বাচনের সমীক্ষা বলছে এগিয়ে রয়েছে বিজেপি

নয়াদিল্লি: একদিকে যখন বিহারে বিধানসভা নির্বাচনের কী ফল হবে, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, ঠিক তখন অন্যদিকে মধ্যপ্রদেশ, গুজরাট এবং উত্তরপ্রদেশের উপ-নির্বাচনের ফল ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর সৃষ্টি হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আবহেই এই তিন রাজ্যে উপ-নির্বাচনের ফল ঘোষণা হতে চলেছে। যেখানে সমীক্ষা বলছে তিন রাজ্যে এগিয়ে রয়েছে বিজেপি। ভবিষ্যতে বাস্তবে কতটা মিলবে তা ফলাফল বেরোনোর পরে জানা যাবে।

মধ্যপ্রদেশের সংখ্যাগরিষ্ঠতা গড়ে তোলার জন্য বিজেপির দরকার ১১৬ জন বিধায়ক। তাহলেই বাজিমাত করতে পারবে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের ২৮টি আসন, গুজরাটে ৮টি এবং উত্তরপ্রদেশে ৭টি আসনে উপ-নির্বাচন হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আবহেই তিন রাজ্যে সংশ্লিষ্ট আসনগুলিতে উপ-নির্বাচনের ফলাফল বেরিয়ে যাবে। শেষ হাসিটা উপ-নির্বাচনে কোন দল হাসবে, এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, রেট পহালেই বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। বিহারের বর্তমান যুবসমাজ তেজস্বী যাদবকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে। সমীক্ষাও বলছে এগিয়ে লালু-পুত্র। নীতীশ কুমারের সরকারের প্রত্যাবর্তন ঘটে নাকি তেজস্বী যাদবের হাত ধরে দীর্ঘ ১৫ বছর পর বিহারে পরিবর্তন ঘটে, এখন সেটাই দেখার পালা।



from দেশ – Bharat Barta https://ift.tt/2Ic4Kmu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন