শ্যামা নয়, এই অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে মজলেন ‘কৃষ্ণকলি’র নায়ক নিখিল ভাইরাল ভিডিও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১ নভেম্বর, ২০২০

শ্যামা নয়, এই অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে মজলেন ‘কৃষ্ণকলি’র নায়ক নিখিল ভাইরাল ভিডিও

পর্দায় যতই নিখিল শ্যামার প্রেমে মজে থাকুক না কেন, অফস্ক্রিনে তৃণা সাহার সঙ্গে রোম্যান্সে মজে থাকেন কৃষ্ণকলির নায়ক নিখিল। সোশ্যাল মিডিয়ায় বরাবর অ্যাক্টিভ নিখিল (নীল)। আর এবার নীল-তৃণা সোশ্যাল মিডিয়ার হাত ধরেই রোম্যান্স করলেন। সাদা সালোয়ারে তৃণা বারান্দায় দাড়িয়ে, পিছন থেকে নীল ‘যব হেরি মেট সেজল’ মুভির অরিজিৎ সিংয়ের গাওয়া ‘চেহারা কিউ মিলতা তেরা’ গানে লিপ দিলেন। ভিডিয়োটি পোস্ট করে নীল ক্যাপশনে লিখেছেন, ‘খোয়াব’ অর্থাৎ স্বপ্ন। চলুন দেখে নিই নীল-তৃণার রোম্যান্টিক ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on

অবশ্য, এটাই প্রথম ভিডিও নয়। প্রেমিকা তৃণার সঙ্গে এর আগেও অনেক ভিডিও পোস্ট করেছেন। এর আগেও শাহরুখ খানের ‘হাওয়ায়েঁ’ গানের সঙ্গে লিপ মিলিয়ে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়েছেন নীল-তৃণা। রিল হোক বা রিয়েল লাইফ সবেতেই হিট নিখিল। অন্সক্রিন হোক বা অফস্ক্রিন সবজায়গায় চুটিয়ে রোম্যান্স করতেও জানেন নীল ভট্টাচার্য।

 

View this post on Instagram

 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya) on



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3mFPcWt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন