গব্বর সিংয়ে র ডায়লগ দিতে গিয়ে শোকজ হতে হলে পুলিশকর্মীকে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

গব্বর সিংয়ে র ডায়লগ দিতে গিয়ে শোকজ হতে হলে পুলিশকর্মীকে

ভোপাল: শো যা বেটা, নেহি তো গব্বর আ জায়েগা’ বিখ্যাত ‘শোলে’ সিনেমার এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র গব্বরের গলায় আমরা শুনে অভ্যস্ত। অনেক ক্ষেত্রে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য ঠাট্টা ইয়ার্কির ছলে মা-বাবারা এরকম কথা বলে থাকে। কিন্তু সিনেমার সংলাপ বাস্তবে ব্যবহার করলে কতটা বিপাকে পড়তে হয় তার জীবন্ত উদাহরণ হল মধ্যপ্রদেশের ভোপালের এক উচ্চপদস্থ পুলিশকর্মী। ‘শোলে’ সিনেমার ডায়লগ দিতে গিয়ে তাকে কার্যত শোকজ হতে হয়েছে।

কয়েকদিন আগে এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কল্যাণপুরা থানার ভারপ্রাপ্ত অফিসার কে এল দাঙ্গি৷ এলাকায় তাঁকে সবাই বেশ মান্যতা দেয়৷ হাজার হোক থানার বড়বাবু বলে কথা! নিজের এই প্রবল প্রতাপ বেশ পছন্দও ছিল দাঙ্গি সাহেবের৷ আর সেখানেই ঘটে যায় বিপত্তি সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে এলাকায় টহল দিতে বেরিয়ে একটি জায়গায় গাড়ি থেকে নেমে হ্যান্ড মাইকে জনগণের উদ্দেশে ওই পুলিশকর্মী বলছেন ‘কল্যাণপুরা থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দূরের এলাকাতেও যখন কোনও বাচ্চা কাঁদে তখন তাদের মায়েরা বলে, ‘চুপ হো জা বেটা, নেহি তো দাঙ্গি আ যায়েগা!’

আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে পড়ে যায় ভোপালের ওপর মহলের পুলিশ প্রশাসন বিভাগে। তারপরেই পুলিশকর্মীকে কার্যত শোকজ করে দেওয়া হয়েছে। আর এর ফলেই বোঝা যাচ্ছে সিনেমার সংলাপ বাস্তবে দিলে একই পরিণতি হতে পারে।



from দেশ – Bharat Barta https://ift.tt/36CqMHb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন