বিশ্বের ১৮৮টি দেশে পাক আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যেতে পারে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বিশ্বের ১৮৮টি দেশে পাক আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যেতে পারে

লাহোর: পাকিস্তানের আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের ১৮৮টি দেশে। এই সম্ভাবনা দেখা দেওয়ার ফলে পাক বিদেশমন্ত্রীর মাথায় হাত পড়তে চলেছে। জানা গিয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের উড়ান বন্ধ করে দিতে পারে বিশ্বের ১৮৮টি দেশ।

আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে পাইলটদের লাইসেন্স সহ অন্যান্য বিষয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO)-এর বেশ কিছু মানদন্ড রয়েছে। কিন্তু সেইসব ঠিকমতো মানছে না পাকিস্তান সরকার। আর তাই বিশ্বের ১৮৮টি দেশে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

চলতি মাসে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের পক্ষ থেকে পাক সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে, পাকিস্তানের পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের মান উদ্বেগজনক। তাই যে কোনও মুহূর্তে বিশ্বের ১৮৮টি দেশে পাকিস্তানের আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে পাকিস্তানের আন্তর্জাতিক বিমান ওড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরপর আরও ১৮৮টি দেশে যদি এই একই নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে পাকিস্তানে বিমান পরিবহনের ক্ষেত্রে তা ভয়ঙ্কর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তেমন কোনও চিন্তা দেখা যায়নি ইমরান খানের সরকারের মধ্যে।



from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/32D0inx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন