নিউজ ডেস্ক: অবশেষে রাজ্যে লোকাল ট্রেন চলার পথ সুগম হল। আজ নবান্নে রাজ্য-রেলের বৈঠক সম্পন্ন হল। তবে আপাতত ৫০% যাত্রী নিয়েই ছুটবে রেল। অর্থাৎ ১২০০ সিটের ক্যাপাসিটি থাকলে কেবল ৬০০ যাত্রী নিয়েই ছুটবে রেল একই সঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কেবল ১০-১৫% ট্রেন পরিষেবা চালু করতে চায় পূর্ব রেল। পরিস্থিতির উন্নতি হলে কালিপুজোর পর ৩০% ট্রেন চলবে।
তবে কবে থেকে কোন ট্রেন, কখন চলবে, সব স্টেশনে ট্রেন দাঁড়াবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই নিয়ে আগামী ৫নভেম্বর আবার বৈঠক হবে। সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এত অল্পসংখ্যক ট্রেন চললে ভিড় সামলানো যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত কর্মকর্তারা।
The post ব্রেকিং: নবান্নে রাজ্য-রেলের বৈঠক সম্পন্ন, অবশেষে রাজ্যে লোকাল ট্রেন চলার পথ সুগম হল appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/35ZzBKI
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন