অফিস টাইমে চলবে ২১০ টি লোকাল ট্রেন, দাঁড়াবে কেবল বড় স্টেশনগুলিতে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

অফিস টাইমে চলবে ২১০ টি লোকাল ট্রেন, দাঁড়াবে কেবল বড় স্টেশনগুলিতে

গতকাল রেল-রাজ্য বৈঠক সম্পূর্ণ হয়েছে। সেই বৈঠকে রেল এবং রাজ্য সরকারের তরফ থেকে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার থেকে রেল ব্যবস্থা সচল করার। সূত্র হতে খবর, এইদিন বৈঠকে অফিস টাইমে ২১০ টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত ও নেওয়া হয়েছে নবান্নে। কিন্তু শনি-রবিবার ট্রেনের সংখ্যা অনেকটাই কম থাকবে বলেও সূত্রের খবর। তবে ট্রেন থামবে কেবল বড় স্টেশনগুলিতে।

 

আগামী বৃহস্পতিবার আরও একবার রেলের সাথে বৈঠক করবে রাজ্য সরকার। এই দিন আলোচনা করা হবে অন্য বিভিন্ন বিষয়কে ঘিরে। বুধবারের বৈঠকে লোকাল ট্রেনে যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না এমন সিদ্ধান্ত ও নেওয়া হয়েছে। ট্রেনে হকারদের প্রবেশ করতে এবং স্টেশনে ভিড় করতে দেওয়া হবেনা বলেও জানানো হয়েছে। করোনা পরিস্থিতিকে সামাল দিতে একসাথে কাজ করতে চলেছে রাজ্য ও রেল। উভয় তরফ থেকে কড়া ভাবে কোভিড নিয়ম পালন করে রেল ব্যবস্থা সঠিক রাখার দিকে নজর দেওয়া হবে।

 

এইদিন এক রেল কর্মীর বলেন,”স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চূড়ান্ত বলে মনে করা হয়েছে এই বৈঠকে। এই ঘোষণা বৃহস্পতিবার করা হবে নবান্ন থেকে। এর সাথে স্বাস্থ্য বিধি মেনে রেল চালানোর জন্য প্রতি বগিতে ১-২ জন রেল পুলিশ কর্মী রাখা হবে। এর ফলে দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা সহজ হবে।”

 

সম্প্রতি জানা গিয়েছে যে ট্রেনের ক্ষেত্রেও মেট্রোর মতো ই-টিকিটের পদ্ধতি মানা হবে। সূত্র হতে জানা গিয়েছে যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। তবে বুধবার বৈঠকে ঠিক করা হয়েছে যে কেবল ই টিকিট নয়। ট্রেনের বহু যাত্রীর কাছে এখনও স্মার্টফোন নেই। তাদের জন্য স্টেশনে সাধারণ টিকিটের ব্যবস্থা ও রাখা হবে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3n0Xzwb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন