আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! ফের একবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন নীতীশ কুমার, অনুষ্ঠান বয়কট আরজেডির - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! ফের একবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন নীতীশ কুমার, অনুষ্ঠান বয়কট আরজেডির

পাটনা: এ যাত্রায় বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলেছেন নীতীশ কুমার। হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না তেজস্বী যাদব। ফলে ফের একবার সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। আর আজ, সোমবার অর্থাৎ ভাইফোঁটার দিন ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান কার্যত বয়কট করেছেন আরজেডি প্রধানরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে না গিয়ে তার কিছুক্ষণ আগেই নীতিশ কুমার তথা জেডিইউকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না আরজেডি যুব নায়ক তেজস্বী যাদব। তিনি বলেছেন, বিহারের মানুষ আরজেডির পক্ষেই ভোট দিয়েছিল। কিন্তু নিজেদের স্বার্থে সেই ভোট বদলে ফেলা হয়েছে। তাই আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই হলেন। কিন্তু বিহারের মানুষ জানেন কে ভাল বা কে খারাপ। তাই দুর্নীতিপরায়ন কাউকে থাকতে দেবে না বিহর্র
‘ এভাবেই কটাক্ষ করেছেন তেজস্বী।



from দেশ – Bharat Barta https://ift.tt/3py6V4x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন