শুক্রবার সকালে দাম কমল সোনার, এক ক্লিকে জানুন আপডেট... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

শুক্রবার সকালে দাম কমল সোনার, এক ক্লিকে জানুন আপডেট...

এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রভাবে বিশ্বে অস্থির সোনা ও রুপোর দাম। যার রেশ ভারতেও। গতকালের বৃদ্ধির পরে শুক্রবার সকালে ভারতে সোনার দাম নিম্নমুখী। যদিও নিজের জায়গা ধরে রেখেছে রুপো। বাড়ছে রুপোলি ধাতুর দাম। ভারতের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে () এদিন সকাল ৯টা ২০ মিনিটে সোনার ফিউচার মূল্য ০.৩৫ শতাংশ হ্রাস পেয়েছিল। ফলে তখন প্রতি ১০ গ্রাম সোনার দর কমে দাঁড়িয়েছিল ৫১ হাজার ৮৭৫ টাকা। যদিও দাম বেড়েছে রুপোর। বেচাকেনার শুরুর দিকে রুপোলি ধাতুর প্রতি ১ কিলোগ্রামের দাম ০.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৩৫ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, সকালের বেচাকেনায় নিম্নমুখী হলেও দিনের শেষে বৃদ্ধির ধারা ধরে রাখতে সফল হবে সোনা। ১০ গ্রাম সোনার গুরুত্বপূর্ণ সহায়ক মূল্য ৫১ হাজার ৮০০ টাকা ৫১ হাজার ৫৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে। অন্যদিকে, রুপোর সহায়ক মূল্য দাঁড়াতে পারে ৬৩ হাজার ৬০০ টাকা থেকে ৬২ হাজার ৮০০ টাকার মধ্যে। আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে গতকাল শক্তি সঞ্চয় করে সোনা এবং রুপো। আন্তর্জাতিক বাজারে এই দুই ধাতুর দরই বেড়েছিল। গতকাল বিশ্ব বাজারে সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস প্রতি আউন্সে দাঁড়িয়েছিল ১,৯৪৬.৮০ মার্কিন ডলার। অন্যদিকে, প্রতি ট্রয় আউন্স রুপোর দাম ছিল ২৫.১৯ মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম বাড়লেও ভারতের ঘরোয়া বাজারে সোনা এবং রুপোর দাম বেড়েছিল। বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে মার্কিন ফেডেরাল রিজার্ভ সুদের হারে কোনও পরিবর্তন করেনি। ফলে তা আগের মতোই ০.০০ থেকে ০.২৫ শতাংশ রয়েছে। তার মধ্যে হোয়াইট হাউজের পরবর্তী বাসিন্দা কে হবে, তা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা বাজারে অস্থির পরিবেশ তৈরি করেছে। ফলে বেশি মুনাফার জন্য ঝুঁকি নেওয়ার পরিবর্তে নিরাপদ গন্তব্যের দিকে পা বাড়াচ্ছেন লগ্নিকারী। যে কারণে চাহিদা বাড়ছে সোনা এবং রুপোর। স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এই দুই ধাতুর দাম। আজ বিশ্বে সোনার দামে অস্থিরতা দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/2I9oQO5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন