জনপ্রিয় অটোমোবাইল প্রস্তুতকারী সংস্থা Hyundai খুব শীঘ্রই ভারতের বাজারে Hyundai i20 এর নেক্সট জেনারেশন লঞ্চ করতে চলেছে। ভারতীয় গ্রাহকরা এই গাড়িটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল। এই গাড়িটি লঞ্চ হয়ে গেলে Tata Altroz এর কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই। আসুন প্রথমে নয়া Hyundai i20 নেক্সট জেনারেশন গাড়িটি সম্বন্ধে সবিস্তারে জেনে নিন:
সম্প্রতি নয়া Hyundai i20 নেক্সট জেনারেশন গাড়িটির বিভিন্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। সেইখানে দেখা গেছে, গাড়িটির সামনে স্টাইলিশ হেডল্যাম্প ও সিগনেচার স্টাইল এলইডি ডিআরএল আছে। এছাড়া রুফ লাইন ও C আকারের পিলার গাড়ির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও, গাড়ির সামনের বড় গ্রিলটি গাড়িটিকে স্পোর্টি লুক দিচ্ছে। গাড়ির পিছনের এলইডি টেললাইটটিও দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।
এরপর আসা যাক, নয়া Hyundai i20 এর ইঞ্জিন সম্বন্ধে। সম্ভবত এই গাড়িটি তিন ধরনের ইঞ্জিন ভারিয়েন্টে আসবে। একটি ভেরিয়েন্টে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের পেট্রোল ইঞ্জিন থাকবে যা ১১৩ bhp পাওয়ার ও ২৫০ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই ধরনের ইঞ্জিন Venue, Creta এবং Seltos ইত্যাদি গাড়িতে ব্যবহার করা হয়। অন্য ভেরিয়েন্টে অটোমেটিক ট্রান্সমিশনের ডিজেল ইঞ্জিন আসবে যাতে ৬ স্পিড টর্ক কনভার্টার থাকবে। এছাড়াও, ১ লিটারের ৩ সিলিন্ডার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন ভেরিয়েন্ট আসবে বলেও জানা গিয়েছে। এই ধরনের ইঞ্জিন Venue, Aura ও Grand i10 এ ব্যবহার করা হয়।
প্রসঙ্গত, নয়া Hyundai i20 লঞ্চের সাথে সাথে পুরনো Hyundai i20 এর ওপর ভারী ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। পুজোর মরশুমে গাড়িটা কিনলে আপনি ৭৫০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই গাড়ির উপর এত ডিসকাউন্ট হয়তো কোম্পানি এর আগে কখনো দেয়নি। আপনি বর্তমানে গাড়িটা কিনলে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ৫০০০০ টাকা ও এক্সচেঞ্জ বোনাস হিসাবে ২০০০০ টাকা পেয়ে যেতে পারেন। এছাড়াও, কর্পোরেট বোনাস হিসাবে অতিরিক্ত ৫০০০ টাকার ছাড়ও পেয়ে যেতে পারেন।
The post ৭৫ হাজার টাকা ছাড়, পুজোর আগে দারুন অফার নিয়ে হাজির Hyundai appeared first on Bharat Barta.
from টেক বার্তা – Bharat Barta https://ift.tt/3d9gn8O
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন