Gold Price Today: আরও দাম কমল সোনা-রুপোর, জানুন আজকের দর... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

Gold Price Today: আরও দাম কমল সোনা-রুপোর, জানুন আজকের দর...

এই সময় ডিজিটাল ডেস্ক: সোনা ঘিরে নিরুত্তাপ আন্তর্জাতিক স্পট মার্কেট। যার প্রভাব পড়ল ভারতের বাজারে। বৃহস্পতিবার দিনের শুরুতে এ দেশের মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে () সোনার ডিসেম্বর ফিউচার মূল্য নিম্নমুখী। বাজার বিশেষজ্ঞদের মতে, এদিন সোনা এবং রুপো উভয় ধাতুর দামে অস্থিরতা দেখা যেতে পারে। এক্ষেত্রে সোনার সহায়ক মূল্য ৫০,০০০ থেকে ৫০,৩০০ টাকারা স্তরের মধ্যে ঘোরাফেরা করবে বলে তাঁদের অনুমান। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার ডিসেম্বর মাসের ফিউচার মূল্য ০.৩২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ১০ গ্রামে দাঁড়ায় ৫০ হাজার ৩৮১ টাকা। অন্যদিকে, রুপোর ফিউচার মূল্য ১ শতাংশ কমে প্রতি কিলোতে গিয়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ১৭ টাকা। গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দরে ধস নেমেছিল। তবে সেই ধাক্কা সামলে বুধবার ঘুরে দাঁড়ায় সোনালি ধাতু। প্রতি ট্রয় আউন্স সোনারম মূল্য দাঁড়ায় ১৯০৭.৩০ মার্কিন ডলার। অন্যদিকে, প্রতি ট্রয় আউন্স রুপোর দাম দাঁড়ায় ২৪.৩৯৫ মার্কিন ডলার। ঘরোয়া বাজারেও বেড়েছে। ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়ায় ৫০ হাজার ৫৪২ টাকা। অন্যদিকে, রুপো ৬১ হাজার ৬০৩ টাকায় গিয়ে থামে। আরও পড়ুন: দেশের বৃহত্তম স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যসোসিয়েশনের (IBJA) দেওয়া তথ্য অনুসারে, আজ স্পট মার্কেটে প্রতি ১০ গ্রাম সোনা ৫০ হাজার ৬০৩ টাকা দরে বেচাকেনা হচ্ছে, যা গতকালের থেকে সামান্য কম। আর প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৭৩ টাকা। আরও পড়ুন: এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/33ZGNXB

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন