কলকাতা: বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে নয়া মোড়। অর্জুন সিং-এর এই ডানহাত খুন হওয়ার পর থেকে গোটা ব্যারাকপুর কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। বিজেপির তরফ থেকে সিআইডি তদন্তের দাবি করা হয়েছিল। সেই মতো সিআইডি এই খুনের তদন্তভার নিজের কাঁধে তুলে নিয়েছে। আর এবার দুই প্রশাসনিক কর্তাকে মনীশ খুনের তদন্তে তলব করল সিআইডি।
আজ, বৃহস্পতিবার ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস এবং টিটাগর পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকে তলব করেছে সিআইডি। বিজেপি নেতার পরিবারের পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে, তাতে এই দুই প্রশাসকের নাম উল্লেখ রয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই আজ এই দুই প্রশাসককে তলব করেছে সিআইডি। যদিও এই দুই প্রশাসককে ডেকে পাঠিয়ে কী কী বিষয়ে জেরা করা হবে, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এদের জেরা করলে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, সন্ধ্যেবেলা দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে প্রাণ দিতে হয়েছিল বিজেপি নেতা মনীষ শুক্লাকে। তারপরেই কার্যত রাজ্যের শাসক দল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে। এমনকি সিআইডি তদন্ত দাবি করেন বিজেপি নেতারা। আর এবার এই খুনের মামলাতে দুই প্রশাসককে ডেকে পাঠানোর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
The post মনীশ শুক্লা খুনে দুই প্রশাসককে তলব সিআইডির appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/3lNG8hN
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন