রাজ্যে দৈনিক সংক্রমণ নামল চার হাজারের নিচে, করোনার কবরের মৃত ৬১ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

রাজ্যে দৈনিক সংক্রমণ নামল চার হাজারের নিচে, করোনার কবরের মৃত ৬১

কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ভালর দিকে হলেও রাজ্যে পুজোর আগে থেকেই করোনা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। সেই ধারা একইভাবে পুজোতেও অব্যাহত থাকতে দেখা গিয়েছে। কিন্তু পুজো শেষ হতেই বা বলা ভাল মা দুর্গা কৈলাসে পাড়ি দিতেই বেশ খানিকটা বদল ঘটে রাজ্যের করোনা চিত্রের। রাজ্যে কমে করোনার দৈনিক সংক্রমণ। এমনকি বাড়ে সুস্থতার হারও। এমনকি এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ে সুস্থতার সংখ্যা। আর এবার গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ নামল চার হাজারের নিচে।

বৃহস্পতিবার রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৯৮১ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ৩,৬৫,৬৯২ জন। গত একদিনে সুস্থ হয়েছে ৩,৯৪৫ জন। সুস্থতার হার ৮৮.০২ শতাংশ।

গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিন এই সংখ্যাটা ছিল ৬০। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে ৬,৭২৫ জন।

তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিতে উন্নতির কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ৮৯৪ জন। মৃত্যু হযেছে ১৫ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় গত একদিনে করোনা আক্রান্ত ৮৭৮ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3jJLvgy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন