নয়াদিল্লি: ১০০ টাকার কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কযেনের উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, এই কয়েন বিজয়া রাজে সিন্ধিয়ার সম্মানে জারি করেছেন৷ বিজয়া রাজে সিন্ধিয়া গোয়ালিয়ারের রাজমাতা হিসেবে পরিচিত ছিলেন৷ তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তাঁর নামাঙ্কিত ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রার উদ্বোধন করেন।
কয়েনের দুই দিক বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়ার ছবি রয়েছে৷ ওপরে লেখা রয়েছে, ‘শ্রীমতি বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতাবর্ষ’৷ সোমবারের অনুষ্ঠানে রাজমাতার স্মৃতিচারণে প্রায় মিনিট কুড়ি বক্তৃতা দেন মোদি।
তিনি বলেন, ‘রাজ পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে সাধারণ মানুষের সেবায় জীবন উৎসর্গ করা যায় তা বিজয়া রাজে সিন্ধিয়ার কাছ থেকে শিক্ষণীয়।’ এর পাশাপাশি গণতন্ত্র রক্ষার জন্য দেশে জরুরি অবস্থা জারির সময়ে তাঁর জেলে যাওয়ার বিষয়টিও এদিন তুলে ধরেন মোদি।
The post ১০০ টাকার কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/30YbWsg
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন