কনটেইনমেন্ট জোনে পুজো হবে না, নির্দেশ কেন্দ্রের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

কনটেইনমেন্ট জোনে পুজো হবে না, নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: দোরগোড়ায় উত্‍সবের মরশুম। পুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। করোনা পরিস্থিতির মধ্যে পুজো হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছিল সকলের মনে। শেষমেশ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে মায়ের আরাধনা হবে। কিন্তু পুজো নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সেই গাইডলাইনে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যাতে খারাপ না হয়, কনটেইনমেন্ট জোনে কোনও পুজো-উত্‍সব করা যাবে না।

এই নির্দেশিকার বিস্তারিতভাবে বলা হয়েছে যে, কনটেইনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতেই উত্‍সব পালন করতে হবে। যাঁদের ঝুঁকি বেশি, তাঁদের উত্‍সবের দিনগুলিতে বাড়িতে থাকাই ভাল। পুজোর সময় সামাজিক দূরত্ববিধি মেনেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনও জমায়েত পরিচালনা করতে হবে। এমনকি এটাও বলা হয়েছে যে কনটেইনমেন্ট জোনের মধ্যে থাকে ওই এলাকার বাইরে গিয়ে পুজো উপভোগ করতে পারবে না।

ভিড়ের জায়গায় ঘন-ঘন স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, ফ্লোর মার্কিংয়ের ব্যবস্থা জরুরি। বিসর্জনে মাস্ক পরে নিয়ন্ত্রিত অংশগ্রহণ, মানতেই হবে দূরত্ববিধি। উত্‍সবকে কেন্দ্র করে যে কোনও জমায়েতে ভিড় নিয়ন্ত্রণে রাখতেই হবে বলেও, উদ্যোক্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজো হলেও কনটেইনমেন্ট জোনের বাসিন্দারা পুজো থেকে বঞ্চিত হবে, এমনটা বলাই যায়।

The post কনটেইনমেন্ট জোনে পুজো হবে না, নির্দেশ কেন্দ্রের appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/3nk2eKB

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন