চিকিৎসায় সাড়া দিচ্ছেন, চোখ মেলে তাকিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

চিকিৎসায় সাড়া দিচ্ছেন, চোখ মেলে তাকিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) নিয়ে চিকিৎসকদের উদ্বেগ কিছুতেই কাটছে না। গোটা পুজো ধরে জীবন-মরন লড়াই চালিয়ে গেলেন বাংলার ফেলুদা। অবশেষ কিছুটা উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীর।

কিছুদিন ধরে তাঁর ডায়ালিসিস চলছিল। আজ শুক্রবার থেকে এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। কিডনির সমস্যার কারণে ইতিমধ্যে দু’বার ডায়ালিসিস করা হয়েছে সৌমিত্রর।

সৌমিত্রর হিমোগ্লোবিনের মাত্রা চিন্তায় রেখেছে ডাক্তারদের। হিমোগ্লোবিন এবং প্লেটলেট কাউন্ট স্বাভাবিকের চেয়ে কম। এখনও পর্যন্ত তাঁকে দু’ইউনিট রক্ত দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

সব মিলিয়ে তিনটি ভালো খবর রয়েছে ফেলুদার অনুরাগীদের জন্য- করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, আজ সকাল থেকেই তিনি চোখ খুলেছেন। ডাকে সাড়াও দিয়েছেন। এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে তাঁর।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/31YpLHH

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন