নিউজ ডেস্ক: গত ৭ই অক্টোবর শিক্ষামন্ত্রী শিক্ষা আধিকারিকদের সঙ্গে নিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের আবেদনের জন্য অনলাইন মাধ্যমের সূচনা করেন। স্যালারী সাইট iOSMS তে আইডি ও প্যান নং এর মাধ্যমে সকলে লগইন করে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করতে পারবে। এছাড়াও কয়েক বছর ধরে শিক্ষক শিক্ষিকারা স্কুল থেকে “নো অবজেকশন সার্টিফিকেট” অর্থাৎ NOC পেতে সমস্যায় পড়ছিলো। এই NOC থেকে অব্যহতি দিয়ে মিউচুয়াল ট্রান্সফারে NOC এর ডকুমেন্টসের প্রয়োজনীয়তা বাতিল করেন শিক্ষামন্ত্রী। এছাড়াও করোনা পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশন মিউচুয়াল ট্রান্সফারের হেয়ারিং না করতে পারায় কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা কয়েক মাস ধরে সমস্যায় পড়েছে।। হেয়ারিং প্রক্রিয়াও বাতিল করে ৭দিনের মধ্যে সমস্ত জমা পড়া মিউচুয়াল ট্রান্সফার আবেদনের প্রক্রিয়া শেষ করার ঘোষণা করেন। কিন্তু iOSMS সাইটে মিউচুয়াল আবেদন শুরু হতেই নানা সমস্যা সামনে আসে। একই একাডেমিক সেকশনের মধ্যেই মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করতে পারছে। এর ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা বদলির আবেদনে সুযোগ থেকে বঞ্চিত।
নতুন অনলাইন সিস্টেমে দুই শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বিষয় এবং একই ক্যাটেগরি হওয়া সত্ত্বেও আপোষ বদলির আবেদন করতে পারছেন না। ২০১৬ সালের আগে উচ্চ মাধ্যমিক বিভাগ ছাড়া সব শিক্ষকই নর্মাল সেকশনে নিযুক্ত হয়েছেন। অনলাইন পোর্টালে সমস্যা কোথায়? উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৬ এর আগে একজন মাধ্যমিকে অনার্স /পিজি পোস্টে জয়েন করেছেন, অন্য জন ২০১৬ সালের পরে উচ্চ মাধ্যমিক বিভাগে পিজি পোস্টে জয়েন করলেও নতুন অনলাইন সিস্টেমে একই বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাটেগরি হলেও দুইজন আপোষ বদলির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে সমস্যায় হাজার হাজার অনার্স পিজি পোস্টের টিচার। এছাড়াও, সম্প্রতি স্টাফ প্যাটার্নে নর্মাল সেকশন থাকলেও iOSMS সাইটে নর্মাল সেকশনের কোন অপশন রাখা হয়নি। এর ফলে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা বিভ্রান্ত হয়ে পড়েছে। অনেকে আবার বলছেন, চুপিসারে স্টাফ প্যাটার্ন কার্যকর করে টিচারদের পেশাগত সমস্যায় ফেলেছে শিক্ষা দপ্তর। এছাড়াও নবনিযুক্ত টিচারদের কনফারমেশন না হওয়ায় বহু টিচার ও তাদের মিউচুয়াল পার্টনার বদলি নিয়ে সমস্যায়৷ সেবিষয়েও শিক্ষা দপ্ত8র থেকে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এর ফলে বেশির ভাগ টিচারদের বদলির সুযোগ বন্ধ হয়ে যাবে। সমগ্র বিষয়টি নিয়ে শিক্ষক সংগঠন “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর পক্ষ থেকে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো। অবিলম্বে অনলাইন ট্রান্সফারে একাডেমিক সেকশনের সমস্যা সমাধান করে সকলের বদলির সুযোগ, অনলাইনে জেনারেল ট্রান্সফার শুরু ও iOSMS সাইটকে আরো সক্রিয় ও আধুনিকীকরণের দাবিতে আজকে শিক্ষামন্ত্রী,প্রিন্সিপাল সেক্রেটারী, কমিশনার ও এসএসসি সেক্রেটারীকে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠন ট্রান্সফার অনলাইন পদ্ধতি করার জন্য দীর্ঘ লড়াই চালিয়ে গেছে। এছাড়াও নবনিযুক্ত টিচারদের কনফারমেশন নিয়ে সংগঠন শিক্ষা দপ্তরে বারবার ডেপুটেশন দিয়েছে। তবুও কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এছাড়াও অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যার জন্য টিচাররা বিভ্রান্ত। রোপা-২০১৯ অনুযায়ী, পিজি টিচার(১৫ নং স্কেল) এর সাথে গ্র্যাজুয়েট অথবা নবম দশম শ্রেণির টিচারদের (১১ নং স্কেল ) মিউচুয়াল পার্টনারে ম্যাচিং দেখাচ্ছে যা নিয়ম বহির্ভূত। আবার একই স্কেল(১৫ নং) এর পুরাতন অনার্স/পিজি ও নতুন শিক্ষকদের মিস ম্যাচ দেখাচ্ছে। যার ফলে মিউচুয়াল ট্রান্সফারের অনলাইন আবেদনের সম্ভবনা ক্ষীণ হয়ে গেছে। অবিলম্বে সংগঠন এই অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পদ্ধতির সংশোধনের জন্য শিক্ষা দপ্তরে ডেপুটেশন জমা দেয়।
বর্তমান পরিস্থিতিতে স্টাফ প্যাটার্ন, ট্রান্সফারে অনলাইন সমস্যা, সেকশন সমস্যা, নবনিযুক্ত টিচারদের কনফারমেশন ও শিক্ষাকর্মীদের অনলাইনে আবেদনের সুযোগ নিয়ে জোড়ালো পদক্ষেপের প্রস্তুতি গ্রহণ করছে। এপ্রসঙ্গে সংগঠন এর ট্রান্সফার মঞ্চ “অল বেঙ্গল ট্রান্সফার ফোরাম” এর কনভেনার রুপ ভট্টাচার্য বলেন, “শিক্ষাদপ্তরের উচিত মিউচ্যুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো রকম সেকশন বিভাজন না রেখে গেজেট অনুযায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের পে স্কেলকে একমাত্র শর্ত রাখা। পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের কাছে আবেদন, যেন দুজনের বেশি শিক্ষকের মধ্যে মিউচ্যুয়াল ও চাকুরিজীবনে একাধিকবার মিউচ্যুয়াল ট্রান্সফার পাওয়ার ব্যবস্থা করে।”
এছাড়াও অপর কনভেনার সৌভিক রেজ মহাশয় বলেন, “শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীদেরও সমস্ত ধরনের ট্রান্সফার প্রক্রিয়ার সুযোগ দিতে হবে এবং অবিলম্বে অনলাইনে জেনারেল ট্রান্সফারও শুরু করতে হবে। অনলাইন আবেদনের সমস্যা সমাধান না হলে ABTF বৃহত্তর ভাবে প্রতিবাদ করবে।”
সংগঠন এর সম্পাদক চন্দন গরাই বলেন, “মিউচুয়াল ট্রান্সফারের অনলাইন মাধ্যমকে সাধুবাদ জানিয়ে বর্তমানে টিচারদের উদ্ভূত পরিস্থিতি সমাধান করার জন্য সংগঠন শিক্ষা দপ্তরকে আবেদন জানিয়েছে। শিক্ষা দপ্তর বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। এছাড়াও ডিস্ট্রিক্ট ট্রান্সফার ও জেনারেল ট্রান্সফার অবিলম্বে শুরু করতে হবে শিক্ষা দপ্তরকে। এবিষয়ে আগামী মাসে বৃহত্তর আন্দোলনে নামছে সংগঠন।”
The post অনলাইন ট্রান্সফার আবেদনে সমস্যায় শিক্ষক-শিক্ষিকারা, ডেপুটেশন শিক্ষক সংগঠনের appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/376wL8K
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন