বিয়ে শেষ হতেই রোহনপ্রীতের জন্য গান গাইলেন নেহা, ভাইরাল হল ভিডিও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

বিয়ে শেষ হতেই রোহনপ্রীতের জন্য গান গাইলেন নেহা, ভাইরাল হল ভিডিও

সম্প্রতি গায়িকা নেহা কক্কর বিয়ে করলেন তাঁর প্রেমিক ও জনপ্রিয় পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে। বিয়ের আসরে নেহা গান গাইলেন রোহনপ্রীতের জন্য। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। নেহা ও রোহনপ্রীতের জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

নেহা কক্কর ও রোহনপ্রীত সিং-এর বিয়ের আসর বসেছিল দিল্লী ও পঞ্জাবে। পঞ্জাবের একটি গুরুদ্বারায় শিখ সম্প্রদায়ের ধর্মীয় নিয়ম অনুযায়ী নেহা ও রোহনপ্রীতের বিয়ে সম্পন্ন হবার পর নেহার রিসেপশন হয় দিল্লীতে। নেহার দিদি গায়িকা সোনু কক্কর ও ভাই টনি কক্কর সোশ্যাল মিডিয়ায় নেহার সঙ্গীত,মেহেন্দি ,বিয়ে ও রিসেপশনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন যেখানে নেহাকে কখনো দেখা গেছে অফ হোয়াইট লেহেঙ্গায়, তো কখনো লাল রঙের লেহেঙ্গায়। নেহার বিয়ে যথেষ্ট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হলেও মুম্বইয়ের সঙ্গীতমহলের কাউকে সেভাবে বিয়ের আসরে দেখা যায়নি। তবে গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

নেহা ও রোহনপ্রীত দুজনেরই উত্থান দুটি রিয়েলিটি শো থেকে। 2018 থেকে সম্পর্কে ছিলেন নেহা ও রোহনপ্রীত। চলতি বছরে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নেহা কক্কর তাঁর বিয়ে উপলক্ষ্যে একটি মিউজিক ভিডিও তৈরী করেন, যার নাম ‘নেহু দা বেহা’। এই মিউজিক ভিডিওটির লিরিক ও কম্পোজিশন নেহার। মিউজিক ভিডিওটিতে রোহনপ্রীত ও নেহা দুজনেই অভিনয় করেছেন। সেখানেও কনের বেশে দেখা গিয়েছে নেহাকে। চলতি বছরের 21 শে অক্টোবর মিউজিক ভিডিওটি রিলিজ করেছে এবং যথেষ্ট ভাইরাল হয়েছে।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/31UJmbT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন