দিলীপের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে দল থেকে ছেঁটে ফেলা হল সুব্রত চট্টোপাধ্যায়কে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

দিলীপের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে দল থেকে ছেঁটে ফেলা হল সুব্রত চট্টোপাধ্যায়কে

কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই নিখুঁত পরিকল্পনা করে এগোতে চাইছে বিজেপি। কিন্তু এরই মাঝে দলে ঘটল ছন্দপতন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সুব্রত চট্টোপাধ্যায়কে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে সরিয়ে দেওয়া হল।

দীর্ঘদিন ধরেই সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ যাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাঁর অপসারণ নিয়ে গত বছর থেকেই চলছিল জল্পনা। কিন্তু সুব্রতবাবুর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এমনকি সম্প্রতি দিল্লিতে দলের বৈঠকে সুব্রত চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে রাজ্য সভাপতি হুঁশিয়ারি দিয়েছিলেন, সুব্রত চট্টোপাধ্যায়কে সরানো হলে তিনি ইস্তফা দেবেন। কিন্তু দিলীপের হুঁশিয়ারিকে কার্যত পাত্তা না দিয়ে দল থেকে ছেঁটে ফেলা হল সুব্রত চট্টোপাধ্যায়কে।

তবে গত বছর থেকে আসা অভিযোগের ভিত্তিতে ঠিক বিধানসভা নির্বাচনের আগেই সুব্রত চট্টোপাধ্যায়কে দল থেকে অপসারণ করার সিদ্ধান্তের পেছনে কোনও বিশেষ কারণ আছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এমনকি দলের এই সিদ্ধান্তে খানিকটা কোণঠাসা হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এমনটাও মনে করছে অনেকে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/34AoWXu

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন