মুম্বই: বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে পার্লে কোম্পানি এক বেনজির সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কিছু চ্যানেল টাকা দিয়ে টিআরপি কিনেছে, এমন খবর প্রকাশ এসেছে। আর তারপরেই পার্লে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, যেসব চ্যানেল টাকা দিয়ে টিআরপি কিনেছে, সেসব চ্যানেলে পার্লে-জি বিস্কুট সহ নিজেদের অন্যান্য প্রোডাক্টের বিজ্ঞাপন দেবে না পার্লে কর্তৃপক্ষ।
পার্লের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে সকলে। কিছুদিন আগে এই একই সিদ্ধান্ত নিয়েছে বাজাজ কোম্পানিও। শিল্পপতি রাজীব বাজাজ সিএনবিসি টিভি ১৮-কে জানিয়েছেন যে, বাজাজ অটোর বিজ্ঞাপন বিশেষ তিনটি নিউজ চ্যানেলে দেখানো হবে না। কারণ, এই তিনটি চ্যানেলকে বাজাজ কোম্পানি তাদের তালিকায় নিষিদ্ধ ঘোষণা করেছে।
পার্লে জি-র এই সিদ্ধান্ত ট্যুইটারে প্রকাশ হওয়া মাত্র অভিনন্দনের বন্যা বয়ে যায়। অনেকেই এই সংস্থাকে সামাজিক দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে আখ্যা দিয়েছে। অনেকে আবার বলেছে, এই পদক্ষেপকে তাঁরা স্বাগত জানাচ্ছে।
The post মিথ্যে প্রচার করা টিভি চ্যানেকে আর বিজ্ঞাপন নয়, সিদ্ধান্ত’ পার্লে কর্তৃপক্ষের appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/3nGVh6q
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন