এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দেশের মেট্রো শহরগুলিতে অপরিবর্তিত পেট্রল এবং ডিজেলের দাম। গত কয়েক দিনের মতো এদিনও এই দুই জ্বালানির দাম পরিবর্তন করেনি তেল কোম্পানিগুলি। এই নিয়ে টানা ১৪ দিন পেট্রলের মূল্যে কোনও বদল হল না। ভারতে দৈনিক ভিত্তিতে পেট্রল, ডিজেল এবং CNG-র মতো জ্বালানির মূল্য নির্ধারিত করে তেল কোম্পানিগুলি। প্রতিদিন ভোর ৬টা থেকে নয়া মূল্য কার্যকর হয়। আগে প্রতি ২ সপ্তাহ অন্তর ভারতে পেট্রল এবং ডিজিলের দাম পরিবর্তন করা হত। ২০১৭ সালের ১৫ জুন থেকে সেই নিয়ম বদল করে সরকার। >> ডিজেলের আজকের দাম : গত শনিবার কলকাতায় শেষবার ডিজেলের দাম পরিবর্তন হয়েছে। ওই দিন কলকাতায় প্রতি লিটারে এই জ্বালানির দাম কমেছিল ১৬ পয়সা। এর পরে রবিবার এবং সোমবার দাম অপরিবর্তিত রাখে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা। সেই ধারা অব্যাহত মঙ্গলবার। ফলে এদিন চার মেট্রো শহরে প্রতি লিটার ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক এক নজরে:
- কলকাতা: ৭৩ টাকা ৯৯ পয়সা/লিটার
- নয়াদিল্লি: ৭০ টাকা ৪৬ পয়সা/লিটার
- মুম্বই: ৭৬ টাকা ৮৬ পয়সা/লিটার
- চেন্নাই: ৭৫ টাকা ৯৫ পয়সা/লিটার
- কলকাতা: ৮২ টাকা ৫৯ পয়সা/লিটার
- নয়াদিল্লি: ৮১ টাকা ৬ পয়সা/লিটার
- মুম্বই: ৮৭ টাকা ৭৪ পয়সা/লিটার
- চেন্নাই: ৮৪ টাকা ২৩ পয়সা/লিটার
from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/30FgHHk
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন