ফিরলেন চেনা ছন্দে, ক্যান্সারকে হারিয়ে নিউ হেয়ার স্টাইলে সঞ্জয় দত্ত - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

ফিরলেন চেনা ছন্দে, ক্যান্সারকে হারিয়ে নিউ হেয়ার স্টাইলে সঞ্জয় দত্ত

বিগত কয়েকমাস ধরে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন বলিউডের সঞ্জু বাবা। শরীর অনেকটাই ক্ষীণ হয়ে যায় তাঁর। সিনেমা থেকেও অব্যাহতি নিয়েছিলেন তিনি। মুম্বাইতে চিকিৎসা চালান সঞ্জয় দত্ত। এরপর দুবাই ফিরে যান সন্তানদের সঙ্গে দেখা করতে। কিন্তু ফিরে এসেই পুরনো ছন্দে ফিরলেন অভিনেতা। ক্যান্সারকে কাঁত করে বি টাউনে আসর বসালেন সঞ্জু বাবা। নতুন হেয়ার কাটে সবাইকে চমকে দিলেন তিনি।

 

এবারে সেই জেল্লা, সেই দাপট নিয়ে ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্ত। স্যালনে গিয়ে নিজেকে নতুন লুক দিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এখন পুরনো সঞ্জয় দত্তের ছবির ছড়াছড়ি।

নতুন হেয়ার কালারে মাত করছেন বছর ৬১ এর এই অভিনেতা।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/37YFDOw

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন