আধার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট করা এবং জেনে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোলা হয়েছে UIDAI এর আধার কেন্দ্র। এই আধার সেবা কেন্দ্রে গিয়ে যে কোন ব্যক্তি তার আধার সংক্রান্ত সমস্ত কিছু জেনে নিতে পারবেন। এই কেন্দ্রে আধার কার্ড আপডেট করার কাজও হয়ে থাকে। অনেক সময় আধার কার্ডে যে কোন মানুষের ব্যক্তিগত তথ্যে ভুল থাকতে পারে। তাই, এই সমস্ত তথ্য আপডেট করার জন্য যেতে হয় ওই আধার কেন্দ্রে।
প্রতিদিন সকাল ৯.৩০ থেকে সন্ধে ৫.৩০ পর্যন্ত এই আধার কেন্দ্র গুলি খোলা থাকবে। এখানে গিয়ে আপনারা খুবই সহজে নিজের আধার কার্ডের ভুল সংশোধন করতে পারবেন এবং প্রথম আপডেট করতে পারবেন।
আসুন জেনে নেওয়া যাক কি কি পরিষেবা পাওয়া যাবে –
১) আধার এনরোলমেন্ট করতে পারবেন।
২) পুরনো আধার কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল আইডি জাতীয় তথ্য আপডেট করতে পারবেন।
৩) ছবি, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, জাতীয় অন্য তথ্য আপডেট করাতে পারবেন।
৪) আধার ডাউনলোড অথবা প্রিন্ট করতে পারবেন।
আপনাকে করতে হবে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট –
১) প্রথমে পৌঁছে যান UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে My Aadhaar ট্যাবে ক্লিক করুন।
২) এরপর ড্রপডাউন মেনু থেকে Book An Appointment অপশনে ক্লিক করুন।
৩) এবারে আপনার সিটি এবং লোকেশন ঠিক করে নিন।
৪) তারপর আপনার কাছে আসবে বেশ কিছু অপশন। এর মধ্যে আছে New Aadhaar, Aadhaar Update, Manage এবং Appointment। এখান থেকে আপনার পছন্দমত সার্ভিস সিলেক্ট করুন।
৫) আপনাকে আপনার মোবাইল নম্বর প্রোভাইড করতে হবে। এই মোবাইল নম্বরে আপনার কাছে ওটিপি আসবে।
৬) আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই করতে হবে। তারপরে আপনাকে তারিখ এবং টাইম স্লট সিলেক্ট করতে হবে।
৭) সেই নির্দিষ্ট সময়ে আপনাকে ওই আধার কেন্দ্রে পৌঁছে আপনার তথ্য আপডেট করতে হবে।
The post বাড়ি বসেই সহজে আপডেট করুন আপনার আধার কার্ড, জেনে নিন পদ্ধতি appeared first on Bharat Barta.
from টেক বার্তা – Bharat Barta https://ift.tt/3jXMQBs
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন