নিউজ ডেস্ক: জাতীয় শিক্ষানীতি ঘোষণার দিন থেকেই সরব রাজ্য। আলোচনা না করে একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে কৃতী সংবর্ধনার ভার্চুয়াল সভা ছিল। সেখান থেকেই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এ কেমন শিক্ষানীতি, যেখানে না কি মেধা তালিকাই থাকবে না! সবই তুলে দেওয়া হচ্ছে। মেধার দাম না দিলে গরিমা হারাবে বাংলার শিক্ষা। ছাত্রছাত্রীদের গর্ব করার আর জায়গা থাকবে না। আমরা এই শিক্ষানীতি মানি না। শীঘ্রই কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছি। গুজরাতে যদি গুজরাতি ভাষায় পরীক্ষা নেওয়া হয়, তাহলে কেন বাংলাতে বাংলা নয়?’
এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশে মমতা বলেছেন, ‘তোমরা বাংলার গর্ব। তোমরাই বাংলা সহ দেশ ও পৃথিবীকে পথ দেখাবে।’ এরপরই তাঁর সংযোজন, ‘পরীক্ষায় ভালো ফলাফল সব ছাত্রছাত্রীদের জীবনের সম্পদ। এক থেকে দশের মধ্যে মেধা তালিকায় নাম থাকলে তারা গর্ব অনুভব করে। সেই অনুভূতিই তাদের প্রতিষ্ঠা এনে দেয়। তাই মেধা তালিকা পড়ুয়াদের কাছে একটা ‘সার্টিফিকেট’। কেন্দ্রীয় সরকার তাদের এই গর্ববোধ করার জায়গাটাই বন্ধ করে দিচ্ছে। রাজ্য তা মেনে নেবে না।’
এদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, জয়েন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় মিলিয়ে মোট ৭৮৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘পড়ুয়াদের সমস্ত প্রয়োজনে রাজ্য সরকার পাশে থাকবে। প্রয়োজনে আর্থিক সাহায্যও।’ সেই সঙ্গে রাজ্যে নতুন দু’টি বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটি হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে ‘জয়হিন্দ’ বিশ্ববিদ্যালয়। অন্যটি বিআর আম্বেদকরের নামে।
The post নয়া জাতীয় শিক্ষানীতিতে মেধার মূল্য নেই, নয়া শিক্ষানীতি মানবে না রাজ্য: মমতা appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3d8WbUf
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন