এবার ট্রেনের টিকিট পাওয়া যাবে অ্যামাজনে, কারণ এবার আইআরসিটিসির সাথে জুড়ে গেছে এই বিপনি। আপাতত আমাজনের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ও মোবাইল ওয়েবসাইট থেকেই টিকিট কাটা যাবে।
টিকিট কাটার জন্য কোনও সার্ভিস চার্জ লাগবে না উল্টে পাওয়া যাবে ক্যাশব্যাক। যাত্রীরা অ্যামাজন পে-তে গিয়ে ট্রেন সিলেক্ট করে টিকিট কাটার সময় আইআরসিটিসির মতো যাত্রার স্টেশন ও গন্তব্যের নাম দিয়ে টিকিট কাটতে পারেন। আশা করা হচ্ছে এর ফলে আগের থেকে আরো বেশি সুবিধা তো মিলবেই।
পাশাপাশি মিলবে টাকার ছাড়। প্রথমবার যাঁরা টিকিট কাটবেন তাঁরা পাবেন পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়াও যারা অ্যামাজন এর প্রাইম মেম্বার তারাও পাবেন ১২ শতাংশ ছাড়। অবশ্য এই সুবিধা মিলতে চলেছে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত।
The post দারুন সুবিধা! এবার থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে অ্যামাজনে appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/34tlmwQ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন