বুধবার সকাল সকাল কমল সোনার দাম, জানুন এক ক্লিকে... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

বুধবার সকাল সকাল কমল সোনার দাম, জানুন এক ক্লিকে...

এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাটদের স্টিমুলাস প্যাকেজ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে সোনার দাম (Gold Price) কমেছে। যার প্রভাবে ভারতের বাজারে টানা দু'দিন এই মূল্যবান ধাতুর দামে পতন দেখা দিল। বুধবার ভারতের মাল্টি কমেডিটি এক্সচেঞ্জে সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস ০.৯ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮ টাকা। তবে রুপোর ক্ষেত্রে পতনের হার চোখে পড়ার মতো। গতকালের থেকে ফিউচার প্রাইস এক ধাক্কায় দেড় শতাংশ হ্রাস পেয়ে প্রতি কিলোগ্রামে দর দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৫৮ টাকা। গতকাল MCX-এ সোনা এবং রুপোর দামে চূড়ান্ত অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে। প্রতি ১০ গ্রাম রুপোর দাম কমেছিল ০.৩২ শতাংশ। অন্যদিকে, প্রতি কিলোগ্রাম সোনার দাম ২.৩ শতাংশ বা ১ হাজার ৪৫০ টাকা হ্রাস পায়। করোনার ধাক্কায় শ্লথ অর্থনীতিতে গতি সঞ্চারে স্টিমুলাস প্যাকেজ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধী ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনা চলছিল। সেই আলোচনা ভেস্তে গিয়েছে। যার ফলশ্রুতিতে গতকাল বিশ্ব বাজারে সোনা নিয়ে লগ্নিকারীদের মধ্যে উৎসাহের অভাব লক্ষ্য করা গিয়েছে। গত এক সপ্তাহের মধ্যে কম মূল্যে সোনার বেচাকেনা হয়েছে। স্পট গোল্ড প্রাইস প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্স সোনার দর ওঠে ১ হাজার ৪৫০ টাকা। তার আগের দিন প্রতি আউন্স সোনার দাম হ্রাস পেয়েছিল ২ শতাংশ। আরও পড়ুন: সোনার দাম (Gold Price) না বাড়ার ক্ষেত্রে অপর কারণ হল ডলার। সাধারণত, ডলারের মূল্য বাড়লে সোনার দাম কমে। আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের সূচক গতকাল ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অন্যান্য মূল্যবান ধাতুগুলির মধ্যে রুপোর মূল্য ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৩.২৫ ডলার প্রতি আউন্স। প্ল্যাটিনামের মূল্য বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ। তবে প্যালাডিয়ামের দর ০.১ শতাংশ হ্রাস পায়। আগামী দিনেও আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা দেখা যেতে পারে বলে অভিমত বাজার বিশেষজ্ঞদের। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে মার্কিন ডলার এবং শেয়ার বাজারের গতিপ্রকৃতি। আরও পড়ুন: ভারতে মোট সোনার চাহিদার অধিকাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। গত সেপ্টেম্বর মাসে ভারতে সোনা আমদানি গত বছরের তুলনায় এক ধাক্কায় ৫৯ শতাংশ হ্রাস পেয়েছে, যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3lkDlwn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন