দিল্লির বিরুদ্ধে রান করে ন’হাজার ক্লাবে ঢুকে পড়লেন বিরাট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

দিল্লির বিরুদ্ধে রান করে ন’হাজার ক্লাবে ঢুকে পড়লেন বিরাট

দুবাই: দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে মাত্র ১০ রান দূরে ছিলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। রি রান করতে পারলেই এক অনন্য নজির গড়ার সম্ভাবনা ছিল তার সামন। আর সেই সম্ভাবনাকে কার্যত ব্যাটে-বলে করে দেখিয়ে দিয়েছেন বিরাট। যদিও শ্রেয়াস আইয়ারের দলের বিরুদ্ধে দুই পয়েন্ট তুলতে পারেনি কোহলির দল, তবুও ব্যক্তিগতভাবে এক অনন্য রেকর্ড করেছেন ক্যাপ্টেন কোহলি।মাত্র ১০ রান করার ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ন’হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। এর ফলে স্বভাবতই খুশি বিরাট ভক্তরা।

দিল্লির বিরুদ্ধে ১৯৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হার্সল প্যাটেলের বলে শর্ট ফাইন লেগে বাউন্ডারি মারতে গিয়ে রেকর্ড করে ফেলেছিলেন কোহলি। এর পাশাপাশি এদিন তিনি দলের হয়ে ৪৩ রান করেছেন। বিরাট ন’হাজার রানের ক্লাব স্পর্শ করলেও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। দুই নম্বরে রয়েছেন কারন পোলার্ড। এছাড়াও এই তালিকায় রয়েছেন শোয়েব মালিক, ব্র্যান্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চের মত ক্রিকেটাররা। আর এবার এই ন’হাজারি ক্লাবে পঞ্চম স্থানে নিজের নাম লিখলেন কিং কোহলি।

প্রসঙ্গত, এদিন আরসিবির লক্ষ্যমাত্রা ছিল ১৯৭। কিন্তু সেটাও শেষ পর্যন্ত করতে পারল না রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে কাগিসো রাবাদা একাই ‘ভিলেন’ হয়ে ওঠেন আরসিবি দলের কাছে। তিনি একাই যেভাবে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপকে কার্যত ধরাশায়ী করেছেন, তা প্রশংসারযোগ্য। এর ফলে ৫৯ রানে বিরাট কোহলির দলের থেকে জয় ছিনিয়ে নিয়ে আইপিএলের লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এ দিন প্রথমে ব্যাট করে ১৯৬ তুলেছিল দিল্লি৷ ব্যাঙ্গালোরের লক্ষ্য ছিল ১৯৭৷ কিন্তু বড় রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই পরের পর উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর৷ তরুণ দেবদত্ত পাডিকল থেকে শুরু করে অভিজ্ঞ অ্যারন ফিঞ্চ, ডিভিলিয়ার্স বা বিরাট কোহলি- রান পাননি কেউই৷ ফলে আবারও হারের মুখ দেখতে হল বিরাট কোহলির দলকে৷

The post দিল্লির বিরুদ্ধে রান করে ন’হাজার ক্লাবে ঢুকে পড়লেন বিরাট appeared first on Bharat Barta.



from খেলা – Bharat Barta https://ift.tt/2SxADXY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন