এবার ভয়ানক তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানা গিয়েছে করোনা আক্রান্তের যে খবর আমরা পাচ্ছি তার থেকেও বেশি পরিমাণে সবাই করোনা আক্রান্ত হচ্ছে। বলতে গেলে দুনিয়ার ১০ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হতে পারেন। সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান জানিয়েছেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় সংক্রমণ শুরু হলেও ইউরোপে মৃত্যু বেশি। এর মধ্যে আফ্রিকায় পরিস্থিতি তুলনামূলক ভালো।
শহর ও গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা কল হলেও সামঞে যা দিন আসছে তারমধ্যে একটা বিরাট সংখ্যক মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততো খারাপের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১ লাখ।
তবে আগের থেকে সুস্থতার হার বেড়েছে। কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪,৫৩,৬৫৩। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১,২৬৭ জন। সারা দেশে এখনও পর্যন্ত ৫৬.৬২ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৫,৭৮৭ জন। দেশে মৃত্যুর হার ১.৫৫ শতাংশ।
The post আসছে আরও খারাপ দিন, করোনা নিয়ে ভয়ানক তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/3iECvsC
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন