১ নভেম্বর থেকে আমেরিকায আসছে করোনা ভ্যাকসিন, জল্পনা তুঙ্গে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

১ নভেম্বর থেকে আমেরিকায আসছে করোনা ভ্যাকসিন, জল্পনা তুঙ্গে

ওয়াশিংটন: বিশ্বজুড়ে যখন করোনা থাবা বসিয়েছে, তখন গোটা বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই মহামারীকে হারানোর জন্য ভ্যাকসিন তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু কবে মিলবে এর টিকা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে যখন সকলে ব্যস্ত, তখন আগামী ১ নভেম্বর থেকে আমেরিকায় ভ্যাকসিন পাওয়া যাবে এমন জোর জল্পনা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক নির্দেশিকা থেকে এই জল্পনা আরও দৃঢ় হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রদেশকে করোনার ভ্যাকসিন সরবরাহ ও বন্টনের জন্য প্রস্তুত থাকতে ওই নির্দেশিকায় বলা হয়েছে। তাহলে কি সত্যি এবার আমেরিকা বাজারে আসতে চলেছে করোনা ভ্যাকসিন? ইতিমধ্যেই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইঙ্গিত দিয়েছে যে শেষ পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগেই জরুরী ভিত্তিতে বাজারে করোনা ভ্যাকসিন প্রকাশের অনুমতি দেওয়া যে কোনও সময় হতেই পারে।

তবে প্রথমেই সকল করোনা আক্রান্ত ব্যক্তিকে এই ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে না ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, জরুরী পণ্যের সঙ্গে যুক্ত কর্মী, নিরাপত্তাকর্মী, প্রবীণ নাগরিক এবং বিপদসীমায় থাকা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যেই প্রথম ভ্যাকসিনের প্রয়োগ করা হবে। এর ফলে সুস্থতার হার যখন বাড়বে, তখন সাধারণের মধ্যে সরবরাহ করা হবে এই ভ্যাকসিন। এই খবর প্রকাশ আসা মাত্র নিঃসন্দেহে স্বস্তি পেয়েছে আমেরিকাবাসী।

যদিও এই ভ্যাকসিন বাজারে এলে তা আমেরিকার বাইরে অন্যান্য দেশে রপ্তানি করা হবে কিনা, তা নিয়ে বিশেষ কিছু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি। এমনকি ভারত সরকারের সঙ্গে এই ভ্যাকসিন রপ্তানি প্রসঙ্গে কোনও চুক্তি বা আলোচনা হয়েছে কিনা তাও জানা যায়নি। যদিও এই খবর জানা মাত্র ভারতের বিভিন্ন মহলও আশার আলো দেখছে। অনেকেই আশা করছেন যে, নিজেদের দেশে এই ভ্যাকসিন বাজারে আনার পর তা ভারতেও রপ্তানি করবে আমেরিকা। যদিও এ প্রসঙ্গে কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।

The post ১ নভেম্বর থেকে আমেরিকায আসছে করোনা ভ্যাকসিন, জল্পনা তুঙ্গে appeared first on Bharat Barta.



from আন্তর্জাতিক – Bharat Barta https://ift.tt/2ELw8Gh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন