জামিন পেয়ে গেলেন ডঃ কাফিল খান, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ বেআইনি, জানিয়ে দিল হাইকোর্ট - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

জামিন পেয়ে গেলেন ডঃ কাফিল খান, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ বেআইনি, জানিয়ে দিল হাইকোর্ট

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে আটকে ছিলেন, অবশেষে পেলেন মুক্তি। জামিন পেলেন ডঃ কাফিল খান। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর বিরুদ্ধে প্রতিবাদ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে৷ জাতীয় নিরপত্তা আইনে মামলা হয় তাঁর বিরুদ্ধে৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার সেই বিশিষ্ট চিকিত্‍সক কাফিল খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট৷ জাতীয় নিরাপত্তা আইনে মামলাও খারিজ করে দিল আদালত৷

কাফিল খানকে আইপিসি ধারা ১৫৩ (এ)-তে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে ধর্মীয় ভিত্তিতে দুটি গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়৷ এই ধারাতেই কাফিল খানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল৷ পরে অতিরিক্ত ১৫৩ বি, ৫০৫ (২) ধারা চাপিয়ে দেওয়া হয়৷

গত বছর ১০ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে একটি সিএএ বিরোধী মন্তব্যের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে কাফিল খানকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ৷ এরপর ১৩ ফেব্রুয়ারির তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা হয়৷ সমস্ত অভিযোগ খারিজ করে দিল আদালত।

ডাক্তার কাফিল খান আপাতত মথুরা জেলে বন্দি আছেন। তিনি প্রথম খবরের শিরোনামে আসেন ২০১৭ সালে৷ তখন গোরক্ষপুরে বিআরডি মেডিক্যাল কলেজে যখন একের পর এক শিশু মৃত্যু হচ্ছে৷ ওই হাসপাতালে তখন শিশু চিকিত্‍সক কাফিল খান। নিজের পকেট থেকে টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে এনে বহু শিশুর প্রাণ বাঁচিয়ে সকলের চোখের মণি হয়ে উঠেছিলেন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ কাফিল খান। যদিও এর পরেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ভিলেন বনে যান কাফিল খান দোষীদের কঠোরতম সাজার আশ্বাস দেওয়ার পরেই সেই কাফিল খানকে রাতারাতি বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালের এনসেফ্যালাইটিস ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেয় যোগী আদিত্যনাথ সরকার। তাঁর বিরুদ্ধে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগও আনে পুলিশ।

The post জামিন পেয়ে গেলেন ডঃ কাফিল খান, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ বেআইনি, জানিয়ে দিল হাইকোর্ট appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3bn2WkE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন