বাড়িতে বসে বই দেখেই পরীক্ষা দেবে কলেজ পড়ুয়ারা, রাজ্যে ‘ওপেন বুক এক্সাম’-এ সিলমোহর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

বাড়িতে বসে বই দেখেই পরীক্ষা দেবে কলেজ পড়ুয়ারা, রাজ্যে ‘ওপেন বুক এক্সাম’-এ সিলমোহর

নিউজ ডেস্ক: ইউজিসি’র নির্দেশিকা অনুযায়ী, দেশের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। সুপ্রিম কোর্টও একই রায় দেয়। এরপরেই কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষার তোড়জোড় শুরু হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে সমস্ত পরিকল্পনা ঠিক করার।

সেই মত আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভারচুয়াল বৈঠকের রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জট কাটল। অফলাইন নয়, সমস্ত কলেজেই পরীক্ষা হবে অনলাইনে। পরীক্ষা হবে ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতিতেই। অর্থাৎ বাড়িতে বসে বই দেখেই পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। তবে পরীক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষাদপ্তর নতুন কোনও নির্দেশিকা বের করবে না। সমস্ত প্রক্রিয়া ঠিক করতে বিশ্ববিদ্যালয়গুলিকেই এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

ঠিক হয়েছে অফলাইনে নয়, সর্বত্র অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে। থাকবে হোম অ্যাসেসমেন্ট। অক্টোবরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অক্টোবর মাসের মধ্যেই প্রকাশ কোর্স হবে ফলাফল। বিশ্ববিদ্যালয়গুলি চাইলে মৌখিক পরীক্ষার মাধ্যমেও চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের ফলাফল করতে পারে। কোথাও ইন্টারনেট সমস্যা থাকলে শহরের কাছাকাছি কোনও সেন্টার তৈরি করে সেখানে অনলাইন পরীক্ষা হবে। সেক্ষেত্রে ইন্টারনেট খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়।

তবে ইতিমধ্যে প্রেসিডেন্সি, ম্যাকাউট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছাড়া আগের সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত বর্ষের ফলপ্রকাশ করেছে। যদিও প্রেসিডেন্সি এবং ম্যাকাউট বাদে বাকি সকলকেই ফের পরীক্ষা নিতে হবে।

The post বাড়িতে বসে বই দেখেই পরীক্ষা দেবে কলেজ পড়ুয়ারা, রাজ্যে ‘ওপেন বুক এক্সাম’-এ সিলমোহর appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2Z2xHpZ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন