
মালদা: বন্ধুকে নিয়ে রেললাইনের পাশে ভিডিও শুট করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের মধুঘাট এলাকায়। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম মনোজ মণ্ডল। বাড়ি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুরে।
নবম শ্রেণীতে পড়ত মনোজ। তার পরিবার সূত্রে জানা গিয়েছে সহপাঠী ভোলা রায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়ে বন্ধুকে নিয়ে রেল লাইনের পাশে ভিডিও শ্যুট করার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গুরুতর জখম অবস্থায় মনোজকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তবে এটা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে ইংরেজবাজারের পুলিশ।
The post রেললাইনের পাশে ভিডিও শ্যুট, মালগাড়ির ধাক্কায় মৃত ছাত্র appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/3hRYEnR
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন