সপ্তাহের প্রথম দিনই ফের বাড়ল পেট্রোলের দাম, কলকাতায় কত হল জেনে নিন... - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

সপ্তাহের প্রথম দিনই ফের বাড়ল পেট্রোলের দাম, কলকাতায় কত হল জেনে নিন...

এই সময় ডিজিটাল ডেস্ক: এই নিয়ে টানা পাঁচ দিন পেট্রোলের দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি৷ রবিবারের পর সপ্তাহের প্রথমদিনও ঊর্ধ্বমুখী হল পেট্রলের দাম।অন্যদিকে অপরিবর্তিই রয়েছে ডিজেলের দাম। প্রায় এক মাসেরও বেশি সময়ের পর ১৫ অগস্টের পরের দিন থেকে বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল সংস্থাগুলি। এ দিন দিল্লিতে লিটার প্রতি ১৩ পয়সা দাম বাড়ল পেট্রোলের ৷ যার ফলে সোমবার দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ৮১.৬২ টাকা ৷ তবে অপরিবর্তিতই৷ গত ৯ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১.১৯ টাকা। কলকাতায় অবশ্য গত সপ্তাহের রবিবারে সামান্য দাম কমেছিল। লিটার পিছু ৫ পয়সা কমে আর ডিজেল লিটারপিছু ২ পয়সা বাড়ে। ওই দিন শহরে পেট্রলের দাম হয়েছিল লিটারে ৮২.০৫ টাকা ও ডিজেলের দাম লিটারে হয় ৭৭.০৬ টাকা। বাকি মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম অপরিবর্তিতই ছিল। জুন মাসে টানা ২১ দিন ধরে টানা বাড়ে পেট্রল ও ডিজেলের দাম। ১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলে পেট্রল-ডিজেলের দাম। গত ১৬ অগাস্ট পেট্রোলের দাম বাড়ে লিটারে ৯২ পয়সা। তার পর থেকে বেড়েই চলেছে পেট্রোলের দাম। তবে আশার কথা গত ২৩ দিন ধরে ডিজেলের দাম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সোমবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৩.১৩ টাকা, মুম্বইয়ে ৮৮.২৮ টাকা, দিল্লিতে ৮১.৬২ টাকা ও চেন্নাইয়ে ৮৪.৬৪ টাকা।
শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি ৮১.৬২ টাকা ৭৩.৫৬টাকা
মুম্বই ৮৮.২৮ টাকা ৮০.১১ টাকা
কলকাতা ৮৩.১৩ টাকা ৭৭.০৬ টাকা
চেন্নাই ৮৪.৬৪ টাকা ৭৮.৮৬ টাকা
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷ কিন্তু এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে তেল সংস্থাগুলি৷ এসএমএস-এর মাধ্যমে যে কেউ তাঁর শহরের পেট্রোল ও ডিজেলের দাম সম্বন্ধে জানতে পারবেন৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তাদের RSP<ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP<ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPRICE<ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠালেই জানতে পারবেন পেট্রোল ও ডিজেলের দাম ৷ এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Business News in Bengali, Latest Bangla Business News, Financial News - Eisamay https://ift.tt/3hpQi6H

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন