নিউজ ডেস্ক: তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী তবে শিক্ষামন্ত্রী হয়েও পড়াশোনা করেছেন মাত্র ক্লাস টেন পর্যন্ত! এতকম শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি কি করে শিক্ষামন্ত্রী হয়েছেন! তাই নিয়ে বারে বারে টিটকিরি শুনতে হয় ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতোকে। সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে এবার তিনি একাদশ শ্রেণিতে অ্যাডমিশন নিয়েছেন মন্ত্রী। তিনি প্রমাণ করে দেবেন, শেখার কোনও বয়স হয় না! জানা গিয়েছে, ৫৩ বছরের এই মন্ত্রী তাঁর নিজেরই বিধানসভা কেন্দ্রে বোকারো জেলার দুমরি এলাকার নাবাডিহতে একটি সরকারি ইন্টার-কলেজে দেবী মাহাতো মহাবিদ্যালয়ে আর্টস বিষয়ে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে জগরনাথ জানিয়েছেন, এবার তিনি মন দিয়ে পড়াশোনা করবেন। সেই সঙ্গে রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও আরও মজবুত করার চেষ্টা করবেন।
বর্তমানে ঝাড়খণ্ডের শিক্ষার উন্নতির জন্য রাজ্য জুড়ে নতুন করে বিভিন্ন মডেল স্কুল তৈরি করছে সরকার। সোমবার সেই বিষয়ে সাংবাদিকদের সামনে ঘোষণা করছিলেন শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো। তখনই সবাইকে চমকে দিয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, আবার স্কুলে ভর্তি হচ্ছেন তিনি।
I am enrolling in class 11 now and will study hard. I was very offended when my capability of assuming the role of the HRD minister was questioned as I am still just a class 10 pass out: Jagarnath Mahto, HRD Minister, Jharkhand pic.twitter.com/a8kTCcU2YY
— ANI (@ANI) August 10, 2020
জানা গিয়েছে, ১৯৯৫ সালে চন্দ্রপুরার নেহেরু স্কুল থেকে সেকেন্ড ডিভিশন পেয়ে মাধ্যমিক পাশ করেছিলেন জগরনাথ মাহাতো। এর পরে বিশেষ কিছু কারণে আর লেখাপড়া এগোতে পারেননি তিনি। কিন্তু এত বছর পরে আবার কেন স্কুলে ভর্তি? জগরনাথ জানান, “আমি যখন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই, অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ করা মানুষ কি করে রাজ্যের শিক্ষার অগ্রগতি ঘটাবেন৷ ওই সমস্ত মানুষদের জবাব দিতেই আমি ফের স্কুলে ভর্তি হয়েছি। আমি ভাল রেজাল্ট করে দেখিয়ে দেব যে পড়াশোনার কোনও বয়স হয় না।”
The post শিক্ষামন্ত্রী ক্লাস ১০ পাশ, টিটকারি কাটাতে ৫৩ বছর বয়সে একাদশে ভর্তি হলেন শিক্ষামন্ত্রী appeared first on বিশ্ব বার্তা.
from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/3kzeCVv
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন