ভারত ও চিন সীমান্তে উড়ল জাতীয় পতাকা, দেখুন ভিডিও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

ভারত ও চিন সীমান্তে উড়ল জাতীয় পতাকা, দেখুন ভিডিও

আজ দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। এদিন ভারত ও চিন সীমান্তে লাদাখের প্যাংগং টিসো লেকের অববাহিকায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন ইন্দো-তিব্বত বর্ডারের পুলিশের (ITBP) জওয়ানরা। আর সেই পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে ITBP-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে। সেই পতাকা উড়ল ১৬ হাজার ফুট উচ্চতায় আর তার সঙ্গে দেশের জাতীয় সংগীত।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের পর ৩১৮ জন ITBP ও 40 CRPF জওয়ানদের পুরষ্কৃত করা হবে। তাই জওয়ানদের পুরষ্কৃত করার জন্য তাঁদের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। জওয়ানরা ১০,০০০ বেড বিশিষ্ট করোনার হাসপাতাল পরিচালনা করছেন।

ITBT তরফে জানান হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও জওয়ানেরা লড়াই করেছে। তাই তাঁদের পুরষ্কৃত করা হবে। এছাড়া ৯০,০০০ ITBP জওয়ান ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ ভারত ও চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাহারা দিচ্ছেন৷

The post ভারত ও চিন সীমান্তে উড়ল জাতীয় পতাকা, দেখুন ভিডিও appeared first on Bharat Barta.



from দেশ – Bharat Barta https://ift.tt/2DTWyoE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন